shono
Advertisement

এনআরসি’র আগেই নাগরিকত্ব বিল, নেতাজি ইন্ডোরে ঘোষণা অমিত শাহের

‘এনআরসি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল’, শাসকদলকে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ The post এনআরসি’র আগেই নাগরিকত্ব বিল, নেতাজি ইন্ডোরে ঘোষণা অমিত শাহের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:47 PM Oct 01, 2019Updated: 09:38 PM Oct 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘একজন শরণার্থীও দেশ ছাড়া বা বাংলা ছাড়া হবেন না৷’’ নেতাজি ইন্ডোরের সভামঞ্চ থেকে আত্মবিশ্বাসের সুরে এই ঘোষণাই করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ তৃণমূল কংগ্রেসকে বিঁধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানালেন, এনআরসি ইস্যুতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে শাসকদল৷ আগে নাগরিকত্ব সংশোধনী বিল আনা হবে, তারপরেই এনআরসি জারি হবে বাংলায়৷ অনুপ্রবেশকারীদের ঘার ধাক্কা দিয়ে বাংলা ছাড়া করা হবে৷

Advertisement

[ আরও পড়ুন: জল্পনার অবসান, অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে সব্যসাচী দত্ত ]

এদিনের বক্তৃতার শুরুতেই বাংলার মানুষকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানান জানান কেন্দ্রীয় সভাপতি৷ লোকসভা নির্বাচনে বাংলা থেকে গেরুয়া শিবিরের ঝুলিতে ১৮ আসন দেওয়ার জন্য, সবাইকে ধন্যবাদ জানান তিনি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘বাংলার সাহায্য ছাড়া বিজেপির পক্ষে ৩০০ আসনের গণ্ডি টপকানো সম্ভব ছিল না৷ একক সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্তিতে এ রাজ্যের অবদান অনস্বীকার্য৷’’ এরপরই এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ দ্ব্যর্থ কণ্ঠে তৃণমূলকে একহাত নিয়ে তিনি বলেন, ‘‘এনআরসি নিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে৷ মমতা দিদি বলছেন, এনআরসি এলেই হিন্দু শরণার্থীদের বাংলা ছাড়তে হবে৷ এর চেয়ে বড় মিথ্যা আর হতে পারে না৷ আমি বলছি হিন্দু-বৌদ্ধ-জৈন-খ্রিস্টান-শিখ, কোন শরণার্থীদের ভারত সরকার দেশ ছাড়তে দেবে না৷ বাংলার জনতাকে বিভ্রান্ত করতে এই মিথ্যা রটানো হচ্ছে৷ রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে৷ আপনারা নিশ্চিন্ত থাকুন এনআরসি’র আগে নাগরিকত্ব সংশোধনী বিল আনা হবে৷ শরণার্থীদের স্বার্থ সুরক্ষা করা হবে৷ শরণার্থীদের নাগরিকত্ব দেবে বিজেপি সরকার৷ তাঁদের ভোট দেওয়ার অধিকার দেবে সরকার৷ বিজেপি সরকার তাঁদের প্রধানমন্ত্রী হওয়ার অধিকার দেবে৷’’ এ দিনের মঞ্চ থেকেই দলীয় কর্মীদের প্রতিটি শরণার্থীর বাড়িতে যাওয়ার নির্দেশ দেন কেন্দ্রীয় সভাপতি৷ স্পষ্ট জানান, যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা দূর করতে হবে৷

[ আরও পড়ুন: বিশেষজ্ঞদের বৈঠকে মিলল না সমাধান, পুজোতে টালা ব্রিজে বন্ধ বাস চলাচল ]

এখানেই শেষ নয়, শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ করে অমিত শাহ জানান, গত চার মাসে এ রাজ্যে তাঁদের ৩০ জন কর্মী শহিদ হয়েছেন৷ কিন্তু আগামিদিনে তাঁদের নির্বাচন বিফলে যাবে না৷ তাঁদের বলিদানের বদলে আগামী নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এ রাজ্যে ক্ষমতায় আসবে গেরুয়া শিবির৷ পাশাপাশি, বিজেপিকে ‘বাইরের পার্টি’ বলে যে কটাক্ষ ছুঁড়ে দেন শাসকদলের নেতারা, এ দিন সেই সমস্ত সমালোচনারও জবাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ 

The post এনআরসি’র আগেই নাগরিকত্ব বিল, নেতাজি ইন্ডোরে ঘোষণা অমিত শাহের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার