সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিক সম্মেলনে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছেন কাফু (Cafu)। ফোন এল লিয়েন্ডার পেজের। ‘দশ মিনিটের মধ্যে আসছি। ওকে আমার উইম্বলডনের টিশার্টটা দিতে চাই।’
টেনিসের বাইরে লিয়েন্ডারের (Leander Paes) ফুটবল প্রেম সবাই জানেন। তাই কাফুর সঙ্গে দেখা করার জন্য দ্রুত আসছিলেন রাজারহাটের পাঁচ তারা হোটেলে। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, প্রাক্তন ফুটবলার আলভিটো ডি’কুহা ততক্ষণে চলে এসেছেন।
সুদূর ব্রাজিল থেকে বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুর সঙ্গী হয়েছেন, একদা মোহনবাগানে খেলে যাওয়া এডু। হোটেলে ঢুকে প্রাক্তন ব্রাজিল অধিনায়কের সঙ্গে লিয়েন্ডারের যখন দেখা হল, ভারতীয় ক্রীড়া জগতে লিয়েন্ডার সম্পর্কে পর্তুগিজে বোঝালেন আলভিটো। কাফু তখন জড়িয়ে ধরেছেন ভারতীয় টেনিস নক্ষত্রকে। তবে আলাপচিরতা শুধুই এদিনের সাংবাদিক সম্মেলনেই আটকে থাকছে না। শুক্রবার মহামেডান মাঠে কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপ উপলক্ষ্যে এক প্রদর্শনী ম্যাচেও একসঙ্গে ফুটবল খেলবেন কাফু এবং লিয়েন্ডার। সঙ্গে মনোজ তিওয়ারি, আলভিটো ডি’কুনহা, দীপেন্দু বিশ্বাসও।
[আরও পড়ুন: ফের হার ইস্টবেঙ্গলের, এবার চেন্নাইয়িনের কাছে নতিস্বীকার লাল-হলুদের]
সকাল ৮.৪৫-এ কলকাতা এসে সোজা হোটেল। আর তারপর বিকেলে সাংবাদিক সম্মেলন ছাড়া এদিন আর হোটেল থেকে বের হননি কাফু। মূল অনুষ্ঠানটাই শুক্রবার। ঠিক হয়েছে, ফোর্ট উইলিয়ামের গেট থেকে সোজা ঘোড়ায় টানা গাড়িতে চেপে মহামেডান মাঠে ঢুকবেন টানা তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা কাফু। শুক্রবার মহামেডান মাঠেই উদ্বোধন হবে কলকাতা পুলিশ আয়োজিত, কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের ম্যাচ। আর সেই উপলক্ষ্যেই প্রদর্শনী ম্যাচে মাঠে নামবেন এই প্রাক্তন ব্রাজিল অধিনায়ক। খেলবেন কিন্তু খেলার বুটটাই যে আনেননি কাফু। এদিন তাই সকালে শহরে পৌঁছেই খেলার বুটের জন্য ব্যস্ত হয়ে পড়েন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক। কাফুকে যিনি কলকাতায় নিয়ে এসেছেন সেই শতদ্রু দত্তর কাছে বারে বারে খোঁজও নিলেন, তাঁর পায়ের মাপে ঠিকঠাক বুট পাওয়া গিয়েছে কি না। ঠিক হয়েছে, শুক্রবার সকালে যাবেন সল্টলেকে নালন্দার স্কুলের বাচ্চাদের সঙ্গে মিলিত হতে। দুপুরে মহামেডান মাঠে প্রদর্শনী ম্যাচ। যেখানে উপস্থিত থাকবেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
আর শনিবার কাফুর সঙ্গে দেখা হবে জাতীয় গেমস জয়ী বাংলা দলের ফুটবলারদের। এদিন সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে কাফুর সঙ্গে লিয়েন্ডার পেজ, মনোজ তিওয়ারি, অ্যালভিটো ডি’কুনহা ছাড়াও উপস্থিত ছিলেন স্পনসর বেঙ্গল পিয়ারলেস এবং নালন্দা স্কুলের প্রতিনিধি। লিয়েন্ডার যেরকম তাঁর উইম্বলডনের টি শার্ট তুলে দেন কাফুর হাতে। কাফুর সই করা ব্রাজিল জার্সিও পেলেন লিয়েন্ডাররা। সঙ্গে কাফুর আত্মজীবনী। বিশ্বকাপ নিয়ে কাফু বলেন, ”দু’বছর আগে ব্রাজিল নেইমার নির্ভর ছিল। এখন তিতের দলে সবাই ভাল । এবারের ট্রফি ব্রাজিলে আসতে পারে।”