সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার অতিবৃষ্টি ও বজ্রবিদ্যুতের জন্য বাতিল হয়ে যায় কলকাতা লিগে ইস্টবেঙ্গল ও পিয়ারলেস ম্যাচ। রবি দুপুরে ঘরের মাঠে সেই ম্যাচ খেলতে নেমে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল বিনো জর্জের ছেলেরা। জেসিন ও আশিকের গোলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতল তারা। সেই সঙ্গে ফের লিগশীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল।
এদিন প্রায় পূর্ণশক্তির দলই নামিয়ে ছিলেন বিনো জর্জ। সায়ন, বিষ্ণু, আমন, জেসিন, হীরাদের নিয়ে সাজানো দলের সামনে ছিল জয়ের লক্ষ্য। এর আগে লিগের অন্য ম্যাচে ভবানীপুর জয় পাওয়ায় সমান পয়েন্ট নিয়েও লিগশীর্ষ হাতছাড়া হয়েছে লাল-হলুদের। বিশেষ করে এখনও অপরাজিত তারা। এদিনও কলকাতা লিগে সেই রেকর্ড অক্ষুণ্ণ রইল।
[আরও পড়ুন: বাংলাদেশ ‘ব্রাত্য’ করলে মার্কিন টিমের পথ খুলতে পারে শাকিবের]
প্রথম থেকেই টানা আক্রমণ চালিয়ে যায় ইস্টবেঙ্গল। কিন্তু গোল পাওয়ার জন্য অপেক্ষা করতে হল ৭৭ মিনিট পর্যন্ত। বাঁদিক থেকে একক দক্ষতায় বল নিয়ে উঠে যান জেসিন। সেখান থেকে আশিককে যে জায়গায় বল দেন, সেখান থেকে গোল করা ছাড়া উপায়ই ছিল না। সেই ভুলটা করেননি আশিক। কিছুক্ষণের মধ্যে ফের আঘাত। এবার আর নেপথ্য নায়ক নন, নিজেই গোল করলেন জেসিন। বাঁ পায়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে যান তিনি।
[আরও পড়ুন: কেকেআরের অধিনায়ক হওয়ার পথে সূর্যকুমার? ‘মিস্টার ৩৬০’-কে নিয়ে তুঙ্গে জল্পনা]
কিন্তু নাটক তখনও সামান্য বাকি ছিল। গত কয়েক ম্যাচে ক্লিনশিট বজায় রেখেছিল ইস্টবেঙ্গল। এদিন যদিও সেটা সম্ভব হল না। ৮৭ মিনিটে গোল করে যান পিয়ারলেসের চাইনে। জোসেফ জাস্টিনকে টপকে বক্সে ঢুকে পড়েন পিয়ারলেসের ফুটবলার। তার পর গোলকিপার আদিত্য পাত্রর মাথার উপর দিয়ে জালে জড়িয়ে দেন। যদিও তাতে ম্যাচ জিততে অসুবিধা হয়নি লাল-হলুদের। শেষের দিকে জেসিনরা নিশ্চিত গোলের সুযোগ না হারালে ব্যবধান আরও বাড়ত।