শিলাজিৎ সরকার: কলকাতা লিগের গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। সুপার সিক্স নিশ্চিত হয়ে গেলেও সম্প্রতি লিগের অন্য ম্যাচে ভবানীপুর জয় পাওয়ায় শীর্ষস্থান হারিয়েছে লাল-হলুদ। হারানো জায়গা ফিরে পেতে ঘরের মাঠে পিয়ারলেসের বিরুদ্ধে নামার কথা ছিল বিনো জর্জের দলের। কিন্তু আপাতত সেই লক্ষ্যপূরণ হচ্ছে না ইস্টবেঙ্গলের। অতিবৃষ্টির জন্য বাতিল হয়ে গেল ঘরোয়া লিগের ইস্টবেঙ্গল ও পিয়ারলেস ম্যাচ।
এদিন দুপুর থেকেই কলকাতায় প্রবল বৃষ্টি হয়েছে। জল জমেছে শহরের বিভিন্ন জায়গায়। ঘন মেঘে আকাশ কালো হয়ে ছিল। তার মধ্যেই প্র্যাকটিসে নেমেছিল লাল-হলুদ বাহিনী। এদিন প্রায় পূর্ণশক্তির দলই নামিয়েছিলেন বিনো জর্জ। সায়ন, বিষ্ণু, জেসিন, আমনের মতো তরুণ তুর্কিরা ছিলেন প্রথম একাদশে। কিন্তু আলোর সমস্যা ও বজ্রবিদ্যুতের জন্য ম্যাচটি নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি। ৪০ মিনিট অপেক্ষার পর ইস্টবেঙ্গলের ম্যাচ বাতিল ঘোষণা করা হয়।
[আরও পড়ুন: ‘আমাকে সম্পূর্ণ বদলে দিয়েছে’, ‘কফি উইথ করণ’ বিতর্ক নিয়ে মুখ খুললেন কেএল রাহুল]
যদিও তার আগে অপেক্ষা করেছিলেন রেফারি ও ম্যাচ কমিশনার। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত বাতিল করতে হয়। ম্যাচ কমিশনারের বক্তব্য, মাঠের অবস্থা ভালো ছিল। কিন্তু আলো কমে আসায় ম্যাচটি শেষ করা যাবে কিনা, সেটা প্রশ্নের মুখে পড়ে যায়। তাছড়া বজ্রবিদ্যুতের কারণে যাতে কোনও বিপদ না হয়, সেটাও মাথায় রেখেছিলেন তাঁরা। রবিবার দুপুর একটায় ম্যাচটি হওয়ার কথা থাকলেও, সেটা সম্প্রচারিত হবে কিনা এখনও স্পষ্ট নয়। তবে ইস্টবেঙ্গল কর্তাদের বক্তব্য, সম্প্রচার হওয়ার শর্ততেই দুপুর একটায় খেলতে রাজি হয়েছেন তারা।
[আরও পড়ুন: জাতীয় দল নিয়ে না ভেবে শুধু খেলে যাক, ‘ব্রাত্য’ কাইথকে বার্তা সুব্রত পালের]
গত বৃহস্পতিবার বাতিল হয়েছিল মহামেডানের ম্যাচ। সেদিন অবশ্য প্রথমার্ধের ম্যাচ হয়েছিল। সেখানে সুরুচি সংঘের বিরুদ্ধে ২-১ গোলে হারছিল সাদা-কালো ব্রিগেড। কিন্তু নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে বৃষ্টির জন্য দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরুই করা যায়নি। কলকাতা লিগের সুপার সিক্সে ওঠার জন্য এই ম্যাচটি তাদের জিততেই হত। ইস্টবেঙ্গলের অবস্থা যদিও সেরকম নয়। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট বিনো জর্জের দলের।