স্টাফ রিপোর্টার: কলকাতা লিগ শুরুর ব্যাপারে আরও এক ধাপ এগোল আইএফএ (IFA)। শনিবার আইএফএ দপ্তরে প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের দলগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলা ফুটবলের নিয়ামক সংস্থার কর্তারা। সবকিছু ঠিক থাকলে ২০ জুলাই থেকে কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’-র বল গড়ানো শুরু। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে কলকাতা লিগ শেষ করতে মরিয়া আইএফএ।
লিগ শুরুর ব্যাপারে প্রিমিয়ার ‘এ’-র ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসার পাশাপাশি এদিন গভর্নিং বডির বৈঠকও ছিল আইএফএ দপ্তরে। দুই বৈঠকে ইস্টবেঙ্গল (East Bengal), মহমেডানের (Mohamedan) প্রতিনিধি উপস্থিত থাকলেও ছিলেন না মোহনবাগানের কোনও প্রতিনিধি। আইএফএ’র ডাকা বৈঠকে মোহনবাগান (Mohun Bagan) গরহাজির কেন, তা নিয়ে প্রশ্ন ওঠে সংস্থার গভর্নিং বডির বৈঠকে। আইএফএ’র গভর্নিং বডির তরফে এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য মোহনবাগানের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয় দুই সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস ও সৌরভ পালকে। সূত্রের খবর, কলকাতা লিগে মোহনবাগান খেলবে কিনা, তা জানতে ক্লাবকে চিঠি দেওয়া হতে পারে আইএফএর তরফে।
[আরও পড়ুন: ‘আমি হলে ওকে টি-২০ দলে রাখতাম না’, কোহলিকে নিয়ে অসন্তুষ্ট অজয় জাদেজা]
আইএফএ সচিব অনির্বাণ দত্ত (Anirban Dutta) বলেন, “বৈঠকে ক্লাবগুলির তরফে প্রস্তাব দেওয়া হয়েছে লিগ সিঙ্গল রাউন্ড রবিন ফর্ম্যাটে করার। তবে আমাদের হাতে সময় খুব সীমিত। আমরা বিবেচনা করছি, সেই প্রস্তাব অনুযায়ী লিগ করা যায় কিনা। মোহনবাগান এদিনও বৈঠকে আসেনি। আমরা বিষয়টি গভর্নিং বডির বৈঠকে তুলেছিলাম। গভর্নিং বডির তরফে স্বরূপ বিশ্বাস ও সৌরভ পালকে দায়িত্ব দেওয়া হয়েছে মোহনবাগানের সঙ্গে কথা বলে এই বিষয়টি পরিষ্কার করার জন্য।”
গতবার লিগে অবনমন না থাকলেও এবার তা ফেরানো হচ্ছে বলে জানিয়েছেন আইএফএ সচিব।
[আরও পড়ুন: টিম গেমেই বাজিমাত, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজ পকেটে পুরল ভারত]
এদিকে, শনিবার গভর্নিং বডির বৈঠকে আইএফএর নতুন দশটি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়। সাত সদস্যের ফিনান্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে দিলীপ নারায়ণ সাহাকে। কলকাতা লিগের স্ট্যান্ডিং কমিটির (প্রিমিয়ার-প্রথম ডিভিশন) চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিশ্বজিৎ গুহ রায়।