shono
Advertisement

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ হাই কোর্টের ডিভিশন বেঞ্চে

সুপ্রিম কোর্টের পর হাই কোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতির রায়।
Posted: 05:14 PM Apr 11, 2023Updated: 05:14 PM Apr 11, 2023

গোবিন্দ রায়: সুপ্রিম কোর্টের পর হাই কোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে খারিজ হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিও খারিজ হয়ে গেল। ফলে টেটে (Primary TET) বসতে পারবেন না ২০২০-২২ সালের ডিএলএড পড়ুয়ারা। সিঙ্গল বেঞ্চের পুরনো রায় খারিজ করল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।

Advertisement

প্রাথমিক শিক্ষা পর্ষদ গত ২৯ সেপ্টেম্বর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। তারা বলেছিল, টেট পরীক্ষায় বসতে পারবেন ২০২০-২২ সালের ডিএলএড পড়ুয়ারা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে একদল উত্তীর্ণ ডিএলএড প্রার্থী সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়। সিঙ্গল বেঞ্চ অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের বিজ্ঞপ্তি বহাল রাখে।

[আরও পড়ুন: ‘ভারতে মুসলিমরা সুরক্ষিত, পাকিস্তানে নয়’, আমেরিকায় বসে দাবি নির্মলা সীতারমণের]

পালটা সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই মামলাকারীরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। তাঁদের দাবি, এই ২০২০-২২ বর্ষের পড়ুয়াদের প্রশিক্ষণই শেষ হয়নি। তাহলে কীভাবে তারা পরীক্ষায় বসে? বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সেই দাবিকে মান্যতা দিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে দেয়।

[আরও পড়ুন: ‘ভারতে মুসলিমরা সুরক্ষিত, পাকিস্তানে নয়’, আমেরিকায় বসে দাবি নির্মলা সীতারমণের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement