গোবিন্দ রায়: কয়লা মাফিয়া রাজু ঝা খুনে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ খারিজ করল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হলফনামায় থাকা সমস্ত তথ্য না জেনে সিবিআই তদন্তের নির্দেশ ত্রুটিপূর্ণ বলেই পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। আপাতত পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের নেতৃত্বে সিটই করবে।
গত ১ এপ্রিল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দুষ্কৃতীরা গুলিতে ঝাঁজরা করে দেয় রাজু ঝাকে। নীল গাড়িতে চেপে এসে কাজ সেরে আবার ওই গাড়িতেই চম্পট দেয় শার্প শুটাররা। সেই গাড়িতে ছিলেন আবদুল লতিফও। তাঁর নাম রয়েছে কয়লা পাচার মামলার চার্জশিটে। ফলে কয়লা পাচার ও এই খুনের মধ্যে যোগ রয়েছে বলে মনে করে আদালত। তাই রাজ্যকে দ্রুত কেস ডায়েরি-সহ যাবতীয় নথি সিবিআই এসিবি ও অ্যান্টি করাপশন ব্রাঞ্চের এসপিকে হস্তান্তর করার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সিবিআই তদন্ত করে ৪ মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশও দেন।
[আরও পড়ুন: Panchayat Election 2023: তিনি কি পদত্যাগ করতে পারেন? জল্পনার মধ্যেই মুখ খুললেন রাজীব সিনহা]
রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন রাজু ঝা’র স্ত্রী। সেই অনুযায়ী বৃহস্পতিবার মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “সিবিআই তদন্তের এটা যথাযথ কারণ নয়। তাই সিবিআইকে তদন্তভার দেওয়ার প্রয়োজন নেই।” অর্থাৎ সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে সিটের উপরেই আস্থা ডিভিশন বেঞ্চের। এই মামলা সংক্রান্ত সমস্ত নথি আদালতে পেশ করার নির্দেশ ডিভিশন বেঞ্চের।