shono
Advertisement

Breaking News

ইডির আপত্তি, অভিষেকের মামলা থেকে সরে দাঁড়ালেন হাই কোর্টের বিচারপতি

কুন্তল ঘোষের চিঠি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি।
Posted: 08:18 PM Jul 24, 2023Updated: 08:18 PM Jul 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কোন বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হাই কোর্টের প্রধান বিচারপতি। তাঁর কাছেই পরামর্শ চেয়েছেন বিচারপতি ঘোষ। তবে মামলার বেঞ্চ বদল না হওয়া পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বহাল রাখার মৌখিক আশ্বাস দিয়েছেন বিচারপতি।

Advertisement

নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের চিঠি মামলায় এফআইআর থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই মামলায় রক্ষাকবচ পেয়েছিলেন অভিষেক। সোমবারই তার মেয়াদ শেষ হয়। এদিন আদালতে ওঠে মামলা। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি নিয়ে আপত্তি জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের দাবি, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হচ্ছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এই মামলারও সেখানেই শুনানি হোক। নাহলে বিচারপ্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে।

[আরও পড়ুন: ভোরে বাড়ি ফিরেই স্ত্রী ও ভাইপোকে খুন! পরে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশকর্তা]

অভিষেকের তরফের আইনজীবী অভিষেক মনু সিঙভির পালটা যুক্তি ছিল, বিচারপতি ঘোষের এজলাসে ৪৮২ ধারা অর্থাৎ এফআইআর খারিজের আবেদনের শুনানি হয়। তাই তাঁর এজলাসের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। কিন্তু নিজেদের যুক্তিতে অনড় ছিল ইডি। ইডিকে নিশানা করে সিঙভি বলেন, “ইডি অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী একটি সংস্থা। তবে আদালতকে এভাবে প্রভাবিত করা যায় না।” তিনি অন্যান্য একাধিক মামলার উদাহরণ তুলে ধরেন যা অন্য এজলাসে শুনানি হচ্ছে।

এরপরই মামলাটির বিচারপ্রক্রিয়া থেকে সরে দাঁড়ান বিচারপতি ঘোষ। তাঁর প্রশ্ন ছিল, অপরাধমূলক মামলা ও সাধারণ মামলা কি একই বেঞ্চে শুনানি হতে পারে? এরপরই প্রধান বিচারপতি দ্বারস্থ হন তিনি। তবে যতদিন না মামলা অন্য বেঞ্চে যাচ্ছে ততদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বহাল থাকবে বলেই মৌখিক আশ্বাস দেন বিচারপতি।

[আরও পড়ুন: ভোটে বেলাগাম হিংসা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখে প্রতিবাদ অপর্ণা-কৌশিকদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement