shono
Advertisement

‘যোগীর বুলডোজার ভাড়া করুন’, বেআইনি নির্মাণ মামলায় পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কলকাতা পুরসভার আইনজীবীকে পরামর্শ বিচারপতির।
Posted: 05:31 PM Jul 28, 2023Updated: 05:31 PM Jul 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরসভার একাধিক জায়গায় বেআইনিভাবে নির্মাণ চলছে। তা নিয়ে কলকাতা হাই কোর্টে মামলাও রয়েছে বহু। এই মামলাতেই এবার চমকপ্রদ পরামর্শ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রয়োজনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার ভাড়া নিয়ে বেআইনি নির্মাণ ভাঙার কথা বললেন তিনি।

Advertisement

শুক্রবার মানিকতলা থানা এলাকার বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুলিশ এবং কলকাতা পুরসভার কাজের প্রশংসা করেন। বলেন, “পুলিশ আর পুরসভা নিয়ে আমি কিছু বলব না। আমি জানি তাদের কি বাহ্যিক চাপের মুখে কাজ করতে হয়।” বিচারপতির সাফ হুঁশিয়ারি, “কোনও গুন্ডামি বরদাস্ত নয়। গুন্ডাদের কীভাবে শায়েস্তা করতে হয় আমি জানি। গুন্ডাদমন শাখার আধিকারিকরা জানে কীভাবে গুন্ডাদের শায়েস্তা করতে হয়।” এরপরই কলকাতা পুরসভার আইনজীবীকে পরামর্শ দেওয়ার ভঙ্গিমায় বিচারপতি বলেন, “দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন।”

[আরও পড়ুন: অস্বস্তি বাড়ল রাজ্যের, রামনবমীর অশান্তিতে NIA তদন্ত সংক্রান্ত মামলা থেকে সরলেন বিচারপতি ভট্টাচার্য]

নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক নজিরবিহীন রায় এবং পর্যবেক্ষণের জেরে শিরোনামে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার যোগীর বুলডোজার ভাড়া করার পরামর্শ দিয়ে বেশ শোরগোল ফেলে দিয়েছেন তিনি। তবে কলকাতা পুরসভার আইনজীবীকে যোগীর বুলডোজার ভাড়া করার পরামর্শ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কেউ কেউ।

[আরও পড়ুন: ‘মেয়াদ উত্তীর্ণ ওষুধকে ফের বিক্রির অসাধু চক্র চলছে’, রাজ্যপালের দাবি ঘিরে জোর বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement