shono
Advertisement

Breaking News

১০ দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ, পর্ষদকে ডেডলাইন দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় নির্দেশ কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আগামী ১০ দিনের মধ্যে ৪২ হাজার ৯৪৯ জন শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ। প্যানেল প্রকাশ আগেই হয়ে থাকলে হার্ড ও সফট কপি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে পেশের নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদের।
Posted: 04:39 PM Jan 03, 2024Updated: 05:06 PM Jan 03, 2024

গোবিন্দ রায়: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় নির্দেশ কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আগামী ১০ দিনের মধ্যে ৪২ হাজার ৯৪৯ জন শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ। প্যানেল প্রকাশ আগেই হয়ে থাকলে হার্ড ও সফট কপি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে পেশের নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদের।

Advertisement

২০১৪ সালে টেট পরীক্ষায় ২০১৬ এবং ২০২০ সালে নিয়োগ হয়। কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্যানেল প্রকাশের নির্দেশ দেন। সেই অনুযায়ী গত ১২ ডিসেম্বর হলফনামা জমা দেয় পর্ষদ। জানানো হয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্যানেল প্রকাশ করা হয়।

[আরও পড়ুন: দূরপাল্লার ট্রেনে প্রসব যন্ত্রণা, ‘মাতৃ শক্তি’ দলের তৎপরতায় মেয়ের জন্ম দিলেন মহিলা]

তবে সে যুক্তি খারিজ করে দেন বিচারপতি সিনহা। দুটি নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল প্রকাশের কথা বলেন। পর্ষদের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। সেসময় ৯৪ জনকে বরখাস্ত করার নির্দেশ দেন। এর পর ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানিতে ৪২ হাজার ৯৪৯ জন শিক্ষক নিয়োগের প্যানেল আগামী ১০ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ। আগামী ১৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।

[আরও পড়ুন: তৃণমূল ছাড়ছেন রাজন্যা! এবার কোন ভূমিকায় দেখা যাবে ছাত্রনেত্রীকে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement