গোবিন্দ রায়: রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করাতে হবে। যাদবপুর ছাত্রমৃত্যু নিয়ে দায়ের হওয়া এক মামলায় মঙ্গলবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সবদিক খতিয়ে দেখেই নির্বাচন করাতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
উল্লেখ্য, দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীও ছাত্র সংসদ নির্বাচনের কথা জানিয়েছিলেন। পুজোর পরই হতে পারে ছাত্রভোট, এমনই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার হাই কোর্টও অবিলম্বে ছাত্র ভোটের নির্দেশ দিল রাজ্যকে। একইসঙ্গে বিচারপতি জানিয়েছেন, কোথাও কোনও শিক্ষা প্রতিষ্ঠানে যদি অ্যান্টি র্যাগিং স্কোয়াড না থাকলে তাও অবিলম্বে গঠন করতে হবে।
বছর ছয় আগে, ২০১৭ সালে শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে। এরপর বিক্ষিপ্তভাবে কয়েকটি কলেজে ভোট হলেও সামগ্রিকভাবে কিছু হয়নি। এ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও (Bratya Basu) একাধিকবার বলেছিলেন, ছাত্র সংসদ নির্বাচনে উদ্যোগী তাঁরা। পরিস্থিতি বুঝে নির্বাচন করানো হবে। বারবার বিরোধী ছাত্র সংগঠনগুলি এনিয়ে সরব হয়েছেন। পথে নেমে আন্দোলন করেছেন। কিন্তু তারপরেও বিশবাঁও জলেই রয়েছে গিয়েছে ছাত্র ইউনিয়নের ভোটের বিষয়টি।