shono
Advertisement

Anis Khan: আনিস হত্যাকাণ্ডে সিটের উপরেই আস্থা, দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাই কোর্টের

আগামী ২ সপ্তাহের মধ্যে হাই কোর্টে রিপোর্ট জমা দিতে হবে সিটকে।  
Posted: 04:57 PM Feb 24, 2022Updated: 06:44 PM Feb 24, 2022

শুভঙ্কর বসু: আনিস খান হত্যাকাণ্ডে সিটের উপরেই আস্থা কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। জেলা জজের তত্ত্বাবধানে নিহত ছাত্রনেতার দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ আদালতের। আগামী ২ সপ্তাহের মধ্যে হাই কোর্টে এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে সিটকে।  

Advertisement

গত শুক্রবার রাতেই ঘটনার সূত্রপাত। আনিসের বাড়িতে সেদিন রাতে গিয়েছিলেন চার জন। তাদের মধ্যে একজন পুলিশের পোশাক পরিহিত ছিল। তিনজন ছাদে উঠে যায়। ছাত্রনেতা আনিস খানকে (Anis Khan) ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনার তদন্তে পুলিশের উপর আস্থা রাখতে নারাজ নিহতের পরিবার। সিট গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা সত্ত্বেও বারবার সিবিআই তদন্তের দাবিতে সরব আনিসের পরিবার। আনিস হত্যাকাণ্ডে দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন আইনজীবী কৌস্তূভ বাগচি। 

[আরও পড়ুন: নতুন রেকে সমস্যা, ক্ষয় চাকায়, আচমকা মেট্রোর গতি কমায় দুর্ভোগ যাত্রীদের]

বৃহস্পতিবার মামলার শুনানিতে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) গঠিত সিটের উপরেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট। আদালতের তরফে আনিস খানের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয়। জেলা জজের তত্ত্বাবধানেই কবর থেকে দেহ তুলতে হবে এবং করতে হবে ময়নাতদন্ত। নমুনা ভিসেরা পরীক্ষার জন্য সংরক্ষণ করতে হবে। আনিসের মোবাইল ফোনটি সিটের তদন্তকারীদের হাতে দিতে রাজি হননি নিহতের পরিজনেরা। তবে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তের স্বার্থে এবার মোবাইল ফোনটি জেলা জজের মাধ্যমে সিটের হাতে তুলে দিতে হবে। মোবাইলটি হায়দরাবাদে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে। মোবাইল থেকে তথ্য সংগ্রহ করা হবে। আনিসের পরিবার অভিযুক্তদের শনাক্তকরণে টিআই প্যারেডের দাবি জানায়। কে কে থাকবেন? কাকে ডাকে হবে টি আই প্যারেডে, তা-ও স্থির করবেন জেলা জজ। আগামী ২ সপ্তাহের মধ্যে হাই কোর্টে রিপোর্ট জমা দিতে হবে।

টিআই প্যারেডের আবেদন মঞ্জুর করেছেন উলুবেড়িয়া আদালতের বিচারক। তবে টিআই প্যারেডের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। ময়নাতদন্ত এবং মোবাইল নেওয়ার ব্যাপারে আইন অনুযায়ী যা যা করার তা করতে পারবে সিট।  হাই কোর্টের নির্দেশের পরেও সিবিআই তদন্তে অনড় আনিসের বাবা সালাম খান। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি আনিসের দাদা সাবিরের। এদিকে, সিটের উপরেই আস্থা রাখার আবেদন রাজ্য পুলিশের। টুইট করে এদিন সেকথাই জানানো হয়েছে। 

[আরও পড়ুন: ‘মোদিই পারেন যুদ্ধ থামাতে’, রাশিয়ার হামলা রুখতে ভারতের সাহায্য চাইল ইউক্রেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement