সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরভোটে স্থগিতাদেশ নয়। আগামী ১৯ ডিসেম্বরই হবে নির্বাচন। পুরভোট মামলায় জানাল কলকাতা হাই কোর্ট। এছাড়া হাই কোর্টের তরফে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ, যত দ্রুত সম্ভব বাকি সমস্ত জায়গার পুরভোট করতে হবে। সেক্ষেত্রে যত কম দফায় সম্ভব পুরভোট শেষ করতে হবে। আগামী ২৩ ডিসেম্বর পুরভোট মামলার পরবর্তী শুনানি। বাকি পুরসভার ভোট প্রসঙ্গে ওইদিন রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে তাদের ভাবনা সম্পর্কে হাই কোর্টকে জানানোর নির্দেশ।
আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট। কিন্তু রাজ্যের আরও ৬ পুরনিগম-সহ ১১৩টি পুরসভার ভোট এখনও বাকি। সেসব পুরসভায় ভোট করানো নিয়ে রাজ্যের কী ভাবনা, তা জানতে চেয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta HC) মামলা দায়ের করেছিল বিজেপি। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ কলকাতা পুরভোটে কোনও স্থগিতাদেশ দেয়নি। তাই আগামী ১৯ ডিসেম্বরই হবে ভোটাভুটি।
[আরও পড়ুন: হাওড়ায় ১২ হাজার কোটির বিনিয়োগ, দেড় লক্ষ কর্মসংস্থানের হদিশ দিল রাজ্য সরকার]
রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে বাকি পুরভোটও যত তাড়াতাড়ি সম্ভব করানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাকি পুরসভার ভোটও যাতে খুবই কম দফায় করানো যায়, সেদিকেও খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। অন্যান্য পুরসভার ভোট প্রসঙ্গে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের কী ভাবনাচিন্তা, তা ওইদিন হাই কোর্টকে জানাতে হবে।
তবে এদিন পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলার শুনানি পিছিয়ে যায়। বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে ওই মামলার শুনানি হবে। এর আগে গত সপ্তাহে সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে ধাক্কা খেয়েছিল বিজেপি। এদিকে, কলকাতা পুরসভার ভোটে সমস্ত বুথ এবং স্ট্রং রুমে সিসিটিভি রাখার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।