shono
Advertisement
Lionel Messi

কোপা আমেরিকার শেষ চারে প্রতিপক্ষ আর্জেন্টিনা, মেসিকে 'হুমকি' কানাডা কোচের

শুধু রক্ষণের উপরে জোর দেবে না কানাডা, জানিয়ে দিলেন তাদের কোচ।
Published By: Krishanu MazumderPosted: 07:26 PM Jul 08, 2024Updated: 07:26 PM Jul 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রুপে কানাডার বিরুদ্ধে প্রথম ম্যাচে আর্জেন্টিনা জিতলেও গোল করতে পারেননি লিও মেসি। গোলের গন্ধমাখা পাস বাড়িয়েছিলেন ঠিকই কিন্তু গোল করতে পারেননি। কোপা আমেরিকার সেমিফাইনালে ফের মুখোমুখি দুদল। শেষ চারের ম্যাচের আগে মেসিকে আটকে রাখার হুমকি দিলেন কানাডার কোচ জেসে মার্চ।
প্রথমবার কোপায় নেমেই শেষ চারের ছাড়পত্র জোগাড় করেছে কানাডা। সেমিযুদ্ধের আগে কানাডা কোচ সাংবাদিক বৈঠকে বলেছেন, ''আমাদের সামনে দারুণ সুযোগ। ইতিবাচক ও আক্রমণাত্মক ফুটবল খেলব।''

Advertisement

[আরও পড়ুন: পাক দলের দায়িত্ব নিয়েই লক্ষ্য স্থির গিলেসপির, জোর দিলেন কোন বিষয়ের উপরে?]

কানাডা কোচ আরও বলেন, ''আমরা শুধু ডিফেন্স করব না। আমরা নিজেদের খেলা খেলব। মেসিকে আমরা কড়া প্রহরায় রাখব।'' কানাডা কোচ প্রথম ম্যাচের প্রসঙ্গ উত্থাপ্পন করেছেন। সেই ম্যাচে মেসিকে স্বাধীন ভাবে খেলতে দেওয়া হয়েছে। কিন্তু শেষ চারের ম্যাচে মেসি সেই স্বাধীনতা পাবেন না। কানাডার কোচ স্বীকার করে নিয়েছেন, ''প্রথম ম্যাচে আমরা মেসিকে বেশি স্বাধীনতা দিয়েছি।''

সেমিফাইনাল ম্যাচে কানাডার ফুটবলাররা নিজেদের উজার করে দেবেন বলে জানিয়েছেন কানাডার কোচ, ''আর্জেন্টিনার বিরুদ্ধে আমরা সেরা ম্যাচটা খেলব।''

[আরও পড়ুন: ১৩ জুলাই বহুপ্রতীক্ষিত কলকাতা ডার্বি, পুলিশের অনুমতি পেয়ে গেল আইএফএ]

 

 

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গ্রুপে কানাডার বিরুদ্ধে প্রথম ম্যাচে আর্জেন্টিনা জিতলেও গোল করতে পারেননি লিও মেসি।
  • গোলের গন্ধমাখা পাস বাড়িয়েছিলেন ঠিকই কিন্তু গোল করতে পারেননি।
  • কোপা আমেরিকার সেমিফাইনালে ফের মুখোমুখি দুদল।
Advertisement