shono
Advertisement

Breaking News

আম আদমির সহায়তায় এটিএম বাস নামাল কানাড়া ব্যাঙ্ক

হঠাৎ স্বস্তি নিয়ে সামনে হাজির আস্ত একটি এটিএম বাস৷ The post আম আদমির সহায়তায় এটিএম বাস নামাল কানাড়া ব্যাঙ্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 06:39 PM Nov 15, 2016Updated: 01:21 PM Nov 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বেঙ্গালুরু শহরটাই যেন রাস্তায় নেমে এসেছে৷  রাস্তায় রাস্তায় এটিএমের সামনে লম্বা লাইন৷ ব্যাঙ্কের সামনে উপচে পড়া ভিড়৷ টাকা তোলার গেরোয় অথৈই জলে আম আদমি৷ ঠাসাঠাসি, গাদাগাদি৷ সেকি দুরাবস্থা৷ হঠাৎ স্বস্তি নিয়ে সামনে হাজির আস্ত একটি এটিএম বাস৷ উফঃ হাফ ছেড়ে বাঁচলেন লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা বহু জনতা৷

Advertisement

সাধারণ মানুষকে স্বস্তি দিতে এটিএমের এই মোবাইল বাস চালানোর উদ্যোগ নিল কানাড়া ব্যাঙ্ক৷ বিকেল সাড়ে ৫টা থেকে বেঙ্গালুরুর এমজি রোডে ঠায় দাঁড়িয়ে ছিল বাসটি৷ সূত্রের খবর, রবিবার সন্ধেয় বাসটি থেকে প্রায় ৮০০ জন ৮ লক্ষ টাকা তুলতে পেরেছে৷

বেঙ্গালুরু সার্কেলের কানাড়া ব্যাঙ্কের জেনারেল ম্যনেজার এম এম চিনিওয়ার জানান, এটিএমে ২০০০ টাকার নোটের ক্যাসেট এখনও বসেনি৷ তবে আগামী তিন-চার দিনের মধ্যে ইঞ্জিনিয়াররা এই সমস্যা মিটিয়ে ফেলবে বলে জানান তিনি৷ চিনিওয়ার আরও জানান, নভেম্বরের ১৫-১৬ তারিখের মধ্যে ব্যাঙ্কে আরও অনেক বেশি নগদ আসতে শুরু করবে, তাতে সাধারণ মানুষের সমস্যা অনেকটাই মিটবে বলে জানান তিনি৷

FB- এটিএম-ব্যাঙ্ক ছেড়ে বাসের সামনে লাইন মানুষের

The post আম আদমির সহায়তায় এটিএম বাস নামাল কানাড়া ব্যাঙ্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement