shono
Advertisement

স্কুল চলাকালীন শিক্ষকদের দিয়ে নির্বাচনের কাজ আর নয়, নির্দেশ হাই কোর্টের

আগামী মঙ্গলবার রায় ঘোষণা৷ The post স্কুল চলাকালীন শিক্ষকদের দিয়ে নির্বাচনের কাজ আর নয়, নির্দেশ হাই কোর্টের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:12 PM Sep 28, 2018Updated: 05:29 PM Sep 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঠনপাঠনের কাজ ফেলে শিক্ষকদের দিয়ে নির্বাচনের কাজ করানো হবে না শুক্রবার সাফ জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট৷  বিচারপতি তপোব্রত চক্রবর্তীর স্পষ্ট নির্দেশ, শুধুমাত্র পঠনপাঠন বর্হিভূত সময় কিংবা ছুটির দিনেই শিক্ষককের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে৷ 

Advertisement

[স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ যুবকের, লিলুয়ায় চাঞ্চল্য]

শুক্রবার মামলার শুনানিতে মামলাকারীদের তরফে এনসিটিসির গাইডলাইন মানা হচ্ছে না বলে অভিযোগ তোলা হয়৷ শিক্ষকদের নির্বাচনের কাজে ব্যবহার না করার সুপ্রিম কোর্টের একটি নির্দেশ তুলে ধরা হয়৷ বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে চলে দীর্ঘ শুনানি৷ সব পক্ষের সওয়াল-জবাবের পর আগামী মঙ্গলবার সাড়ে তিনটে নাগাদ রায় ঘোষণা করা হবে বলে জানান বিচারপতি৷ নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে  মামলা করেছেন প্রাথমিক শিক্ষকদের একটি সংগঠন৷ দীর্ঘ শুনানি পর্ব চলার পর, কলকাতা হাই কোর্টের তরফে বেশ কিছু পর্যবেক্ষণের কথা জানান৷ ভরা এজলাসে জানিয়ে দেওয়া হয়, পঠনপাঠনে সময় কখনই শিক্ষকদের বিরক্ত করা যাবে না৷ নির্বাচনের কাজ করাতে চাইলে ছুটির দিনে করানোর প্রস্তাব দেওয়া হয়৷

[সংগ্রামপুর বিষমদ কাণ্ডে খোঁড়া বাদশা-সহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড]

সম্প্রতি, ভোটের তালিকা সংশোধনের জন্য শিক্ষকদের কাজে লাগাতে বিজ্ঞপ্তি জারি করে কমিশন৷ বিজ্ঞপ্তিতে পয়লা সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটের কাজে লাগানোর নির্দেশ জারি হয়৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা ওঠে কলকাতা হাই কোর্টে৷ শুক্রবার ছিল ওই মামলার রায়দান৷ শুক্রবার অবশ্য রায়দান স্থগিত রাখে আদালত৷

[‘আমি প্রতিবন্ধী’, সাজা থেকে বাঁচতে সহানুভূতির আশ্রয় খোঁড়া বাদশার]

The post স্কুল চলাকালীন শিক্ষকদের দিয়ে নির্বাচনের কাজ আর নয়, নির্দেশ হাই কোর্টের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement