shono
Advertisement

বদলে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের ভেন্যু, দেখে নিন নতুন ক্রীড়াসূচি

কেন বদলে গেল ভেন্যু? কারণ জানাল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
Posted: 04:57 PM Nov 06, 2021Updated: 04:57 PM Nov 06, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই ঘোষিত হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সূচি। দিনক্ষণের পাশাপাশি কোন কোন স্টেডিয়ামে খেলা হবে, তাও জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (CSA)। কিন্তু খানিক পরেই জানানো হয়, বদলানো হচ্ছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটির ভেন্যু। প্রথমে ঠিক ছিল জোহানসবার্গের ২২ গজেই টেস্ট সিরিজ শুরু করবেন বিরাট কোহলিরা। কিন্তু সে ম্যাচ চলে গেল কেপ টাউনে।

Advertisement

কিন্তু শেষ মুহূর্তে কেন ভেন্যু বদল করা হল? আসলে করোনা কালে (Corona Pandemic) জৈব সুরক্ষা বলয়ে খেলা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। যা নিয়ে ক্রিকেটারদের ক্ষোভও রয়েছে। টানা বায়োবাবলে খেলে ক্লান্ত তাঁরা। কিন্তু কোভিড থেকে সুরক্ষিত থাকতে অন্য উপায়ও নেই। ফলে চলতি বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে গিয়েও সেই সুরক্ষা বলয়ের মধ্যেই থাকতে হবে কোহলি অ্যান্ড কোংকে। জানা যাচ্ছে, অন্যান্য শহরের তুলনায় জোহানসবার্গে বায়োবাবলের নিয়মকানুন অনেক বেশি কড়া। সেই কারণেই কেপ টাউনে চলে যাচ্ছে ম্যাচ। এর অর্থ ১৭ থেকে ২১ ডিসেম্বরের প্রথম টেস্ট এবং ৩ থেকে ৭ জানুয়ারি তৃতীয় টেস্ট আয়োজিত হবে কেপ টাউনে। দ্বিতীয় টেস্ট অর্থাৎ বক্সিং ডে (২৬ থেকে ৩০ ডিসেম্বর) হবে সেঞ্চুরিয়ানে।

[আরও পড়ুন:স্কটল্যান্ড-বধের পর কোহলির জন্মদিন সেলিব্রেশন টিম ইন্ডিয়ার, কেকে ঢাকল অধিনায়কের মুখ]

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানায়, “ভারতকে (Team India) স্বাগত জানাতে মুখিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৯৯১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করে প্রথমবার ভারতের মাটিতেই টেস্ট খেলেছিল প্রোটিয়া দল। সেই ইতিহাসের ৩০ বছরের পূর্তি। তাই নিঃসন্দেহে আসন্ন টেস্ট সিরিজ স্মরণীয় হতে চলেছে।”

টেস্টের পাশাপাশি প্রোটিয়াবাহিনীর বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে টিম ইন্ডিয়া। গতবার অতিমারীর জেরে দেশের মাটিতে এই সিরিজই স্থগিত হয়ে গিয়েছিল। অবশেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার পর দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে ভারতীয় দল। তিনটি ওয়ানডে হবে ১১, ১৪ এবং ১৬ জানুয়ারি। চারটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ১৯, ২১, ২৩ ও ২৬ জানুয়ারি।

[আরও পড়ুন: ঘরের ছেলের ঘরে ফেরা, টালমাটাল বার্সেলোনার নতুন কোচ হলেন জাভি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement