সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা জানুয়ারি রাজধানী দিল্লির মর্মান্তিক ঘটনার ক্ষত এখনও দগদগে। অঞ্জলি সিংকে প্রায় ১৩ কিলোমিটার পথ ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে গিয়েছিল গাড়ি। মৃত্যু হয় ২০ বছরের তরুণীর। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল এবার বিহারে। ৭০ বছরের বৃদ্ধকে টেনে হিঁচড়ে নিয়ে গেল ‘ঘাতক’ গাড়ি। যার জেরে প্রাণ গেল ওই বৃদ্ধর। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
বিহারের (Bihar) পূর্ব চম্পারণ জেলায় ২৭ নম্বর জাতীয় সড়কে ঘটে এই মর্মান্তিক ঘটনা। ৭০ বছরের মৃত শংকর চৌধুর কাটোয়া থানার অন্তর্গত বাংরা গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংরা চকের কাছে সাইকেল চালিয়ে ২৭ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিলেন তিনি। তখনই গোপালগঞ্জের দিক থেকে দ্রুত গতিতে এগিয়ে আসছিল একটি গাড়ি। সেই গাড়িটিই সজোরে ধাক্কা মারে শংকরকে। সাইকেল থেকে ছিটকে গাড়ির বনেটের উপর গিয়ে পড়েন তিনি।
[আরও পড়ুন: ‘সংবিধানের মূল কাঠামো আমাদের কাছে ধ্রুবতারার মতো’, ধনকড়কে নিঃশব্দ বার্তা প্রধান বিচারপতির]
এরপর গাড়ির ওয়াইপার ধরে ঝুলতে থাকেন তিনি। আর সেই অবস্থাতেই ঝড়ের গতিতে গাড়ি এগিয়ে যায়। গাড়ি থামাতে বলে চিৎকার করতে থাকেন বৃদ্ধ। এমনকী রাস্তার ধারের প্রত্যক্ষদর্শীরাই গাড়ির চালককে বারবার গাড়ি থামিয়ে দেওয়ার অনুরোধ জানায়। কিন্তু কোনও কিছুতেই কোনও লাভ হয়নি। একই গতিতে চলতে থাকে গাড়ি। শেষমেশ চালক যখন বুঝতে পারেন তাঁকে অনেকে ধাওয়া করেছেন, তখন কদম চকের কাছে গিয়ে ব্রেক কষেন। আর তাতেই পড়ে যান শংকর চৌধুর। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। সেই অবস্থাতেই সেখান থেকে চম্পট দেন চালক। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন বৃদ্ধ।
কাটোয়া থানার প্রধান অনুজ কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। আশপাশের সমস্ত থানায় জারি হাই এলার্ট। চালক তথা গাড়ির মালিকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তর শাস্তির দাবিতে সরব স্থানীয়রা।