shono
Advertisement
ISCE

ISC, ICSE-র ফলপ্রকাশ কবে? দিনক্ষণ ঘোষণা করল বোর্ড

জেনে নিন ফলাফল বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য।
Posted: 05:24 PM May 05, 2024Updated: 05:36 PM May 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই প্রকাশিত হতে চলেছে এ বছরের ICSE, ISC-র ফলাফল। সকাল ১১টায় বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে ফল। তার পর সংশ্লিষ্ট স্কুলগুলিতে মার্কশিট পাঠানো হবে, সেখান থেকে পরীক্ষার্থীরা সংগ্রহ করতে পারবে মার্কশিট। রবিবার দিনক্ষণ ঘোষণা করে দিল CISCE.

Advertisement

সোমবার সকাল ১১টায় আইসিএসই (ICSE) বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হবে। cisce.org - এই ওয়েবসাইটে পরীক্ষার্থীরা জানতে পারবে ফলাফল। এবছর আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষা শেষ হয়েছিল ২৮ মার্চ। ২০২৪ সালে ISC পরীক্ষা দিয়েছে দেশের প্রায় আড়াই লক্ষ ছাত্রছাত্রী।

[আরও পড়ুন: ‘তৃণমূলকে দিয়ে ভোট ভাগ করবেন না’, মালদহে এসে আর্জি মল্লিকার্জুন খাড়গের]

অন্যদিকে, এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত চলে ISC অর্থাৎ দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তবে এবছরের আইএসসি-তে কেমিস্ট্রি (Chemistry)এবং সাইকোলজি পরীক্ষায় বিভ্রাট দেখা দিয়েছিল। প্রশ্ন নিয়ে গন্ডগোলের জেরে পরীক্ষার ঠিক ২ ঘণ্টা আগে কেমিস্ট্রি পরীক্ষা স্থগিত হয়ে যায়। তার বদলে ২১ মার্চ কেমিস্ট্রি পরীক্ষা হয়। আর সাইকোলজি (Psychology) পরীক্ষার আগে প্রশ্নপত্র উধাও হয়ে যাওয়ায় সেই পরীক্ষাও পিছিয়ে যায়।

[আরও পড়ুন: আচমকা ‘বেঁচে’ উঠল মৃত কিশোর! কাটোয়া হাসপাতালে ধুন্ধুমার]

সাধারণত আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল একসঙ্গেই প্রকাশিত হয়। এবছরও তার ব্যতিক্রম হল না। মে মাসের ৬ তারিখ ICSE, ISC বোর্ডের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করল বোর্ড। জানানো হয়েছে, cisce.org -এই ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা নিজেদের UID নম্বর দিলে রেজাল্ট দেখতে পাবে। সোমবার সকাল ১১টা থেকেই ফলাফল জানা যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবারই প্রকাশিত হবে ISC, ICSE-র ফলাফল।
  • সকাল ১১টা থেকে cisce.org - এই ওয়েবসাইটে পরীক্ষার্থীরা জানতে পারবে ফলাফল।
Advertisement