shono
Advertisement
EME Academy

লক্ষ্য বছরে ৫ হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণে নয়া উদ্যোগ EME অ্যাকাডেমির

শনিবার কলকাতার বিশ্ববাংলা গেটের কাছে ফায়ারফিল্ড হোটেলে অ্য়াকাডেমির শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মেন্টর ও বোর্ডের স্ট্র্যাটেজিক মিটিং অনুষ্ঠিত হয়।
Published By: Tiyasha SarkarPosted: 08:42 PM Sep 20, 2025Updated: 02:01 PM Sep 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজের শিক্ষা মানচিত্রে শিক্ষার্থীদের উত্তরণের দিশা দেখানোর পাশাপাশি বিপুল সংখ্যক বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে অল্প সময়ে রাজ্যের শিক্ষামানচিত্রে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে EME অ্যাকাডেমি৷ এর পিছনে অ্যাকাডেমির প্রশিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁরা একদিকে যেমন শিক্ষার্থীদের দিকে প্রতিনিয়ত লক্ষ্য রাখেন, একইভাবে পড়ুয়াদের কীভাবে আরও উন্নত শিক্ষা প্রদান করা যায় তা বুঝতে নিয়মিত বৈঠক করেন।

Advertisement

শনিবার কলকাতার বিশ্ববাংলা গেটের কাছে ফায়ারফিল্ড হোটেলে অ্য়াকাডেমির শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মেন্টর ও বোর্ডের স্ট্র্যাটেজিক মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের কোয়ালিটি এডুকেশন প্রদানের আধুনিক পদ্ধতি নিয়েও আলোচনা হয়। উপস্থিত ছিলেন ইএমই অ্যাকাডেমির চিফ অ্যাডভাইজার ও ওয়েবেলের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ মুখোপাধ্যায়, একাডেমির ডিরেক্টর কাজি মহাসিন আজিম সুমন, সিইও সোহেল রানা, প্লেসমেন্ট হেড সওরাজ, ডিজিটাল মার্কেটিং হেড ইজাজ আহমেদ, আসাদুল ইসলাম-সহ অন্যান্যরা।

এসএপি, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি ইত্যাদি কোর্সের প্রশিক্ষকরা উপস্থিত থেকে এদিনের সভায় আরও উন্নত প্রশিক্ষণের কৌশল সম্পর্কে বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের কাজে পারদর্শী করে তোলার পাশাপাশি দ্রুত প্লেসমেন্ট পাইয়ে দেওয়ার বিষয়ে এদিন বিভিন্ন পরিকল্পনার কথা জানান ইএমই অ্যাকাডেমির কর্মকর্তারা।

অ্যাকাডেমির ডিরেক্টর কাজি মহাসিন আজিম সুমন বলেন, "আজ বোর্ড মিটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কোয়ালিটি এডুকেশনের পাশাপাশি দ্রুত প্লেসমেন্ট পাইয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়৷ বাংলার বেকার ছেলেমেয়েদের কর্মমুখী করে তুলছে ইএমই অ্যাকাডেমি, প্রতিবছর ৫ হাজার ছেলেমেয়েদের প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে আমাদের সংস্থা। ইতিমধ্যেই বহু ছেলেমেয়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মাধ্যমে। পেশামুখী প্রশিক্ষণ গ্রহণ করে তারা আজ বাংলার বিভিন্ন ক্ষেত্রে কর্মরত। আমার আশা আগামী দিন বাংলার বেকার ছেলেমেয়েদের ভরসা হয়ে উঠবে EME অ্যাকাডেমি৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজের শিক্ষা মানচিত্রে শিক্ষার্থীদের উত্তরণের দিশা দেখানোর পাশাপাশি বিপুল সংখ্যক বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে অল্প সময়ে রাজ্যের শিক্ষামানচিত্রে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে EME অ্যাকাডেমি৷
  • এর পিছনে অ্যাকাডেমির প্রশিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
  • তাঁরা একদিকে যেমন শিক্ষার্থীদের দিকে প্রতিনিয়ত লক্ষ্য রাখেন, একইভাবে পড়ুয়াদের কীভাবে আরও উন্নত শিক্ষা প্রদান করা যায় তা বুঝতে নিয়মিত বৈঠক করেন।
Advertisement