shono
Advertisement

Breaking News

Indian Oil

ইন্ডিয়াল অয়েলে অ্যাপ্রেন্টিসের সুযোগ, আবেদন করবেন? জেনে নিন খুঁটিনাটি

মোট শূন্যপদ ৪৫৬ টি।
Published By: Tiyasha SarkarPosted: 11:39 PM Jan 26, 2025Updated: 11:39 PM Jan 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়াল অয়েলে অ্যাপ্রেন্টিসের সুযোগ। ৪৫৬ টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল সংস্থা। কোন ট্রেডে শূন্যপদ কটি? নিয়োগ করবেন কীভাবে? শেষ তারিখই বা কবে? আবেদনের আগে একঝলকে দেখে নিন যাবতীয় তথ্য।

Advertisement

মোট শূন্যপদ- ৪৫৬ টি

দিল্লি
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস-মেকানিক্যাল-৯
ট্রেড অ্যাপ্রেন্টিস-ফিটার-৯
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস-৫৮
ট্রেড অ্যাপ্রেন্টিস- ডেটা এন্ট্রি অপারেটর- ৬

হরিয়ানা
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস-মেকানিক্যাল-১৪
ট্রেড অ্যাপ্রেন্টিস-ফিটার-৯
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস-১০
ট্রেড অ্যাপ্রেন্টিস- ডেটা এন্ট্রি অপারেটর- ৩

পাঞ্জাব
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস-মেকানিক্যাল-৬
ট্রেড অ্যাপ্রেন্টিস-ফিটার-৪
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস-৯
ট্রেড অ্যাপ্রেন্টিস- ডেটা এন্ট্রি অপারেটর- ৪

হিমাচল প্রদেশ
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস-মেকানিক্যাল-২
ট্রেড অ্যাপ্রেন্টিস-ফিটার-২
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস-৬
ট্রেড অ্যাপ্রেন্টিস- ডেটা এন্ট্রি অপারেটর- ২

জম্মু-কাশ্মীর
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস-মেকানিক্যাল-৭
ট্রেড অ্যাপ্রেন্টিস-ফিটার-৩
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস-৭
ট্রেড অ্যাপ্রেন্টিস- ডেটা এন্ট্রি অপারেটর- ১

রাজস্থান
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস-মেকানিক্যাল-১৩
ট্রেড অ্যাপ্রেন্টিস-ফিটার-১৭
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস-২৫
ট্রেড অ্যাপ্রেন্টিস- ডেটা এন্ট্রি অপারেটর-৯

উত্তর প্রদেশ
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস-মেকানিক্যাল-৮৬
ট্রেড অ্যাপ্রেন্টিস-ফিটার-২৯
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস-৫৭
ট্রেড অ্যাপ্রেন্টিস- ডেটা এন্ট্রি অপারেটর-১৯

উত্তরাখণ্ড
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস-মেকানিক্যাল-১০
ট্রেড অ্যাপ্রেন্টিস-ফিটার-৮
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস-৫
ট্রেড অ্যাপ্রেন্টিস- ডেটা এন্ট্রি অপারেটর-১

শিক্ষাগত যোগ্যতা

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস-মেকানিক্যাল-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে ৫০ শতাংশ নম্বর-সহ। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীর ক্ষেত্রে নম্বরে ৫ শতাংশ ছাড়।

ট্রেড অ্যাপ্রেন্টিস-ফিটার-মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। ফিটার ট্রেডে আইটিআই পাশ হতে হবে। NCVT বা SCVT সার্টিফিকেট থাকতে হবে।

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস- যে কোনও শাখায় স্নাতক উত্তীর্ণহতে হবে। ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক।

ট্রেড অ্যাপ্রেন্টিস (ডেটা এন্ট্রি অপারেটর)- উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়স- নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ ২৪।

আবেদনের পদ্ধতি- অনলাইনে আবেদন করতে হবে। www.iocl.com-এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে।

আবেদনের শেষ তারিখ- ১৩ ফেব্রুয়ারি ২০২৫

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইন্ডিয়াল অয়েলে অ্যাপ্রেন্টিসের সুযোগ। ৪৫৬ টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল সংস্থা।
  • কোন ট্রেডে শূন্যপদ কটি? নিয়োগ করবেন কীভাবে? শেষ তারিখই বা কবে? আবেদনের আগে একঝলকে দেখে নিন যাবতীয় তথ্য।
Advertisement