shono
Advertisement
Birbhum

পরকীয়ার জেরেই খুন! মহম্মদবাজারে তিনজনের দেহ উদ্ধারে ধৃত অভিযুক্ত, বদলি ওসি

হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত ছাড়াও গ্রেপ্তার হয়েছে তার বন্ধু, আটক আরও ২।
Published By: Sucheta SenguptaPosted: 10:41 PM Feb 21, 2025Updated: 10:47 PM Feb 21, 2025

নন্দন দত্ত, সিউড়ি: পরকীয়া সম্পর্কে কথা কাটাকাটি থেকে রাগের বশে খুন! বীরভূমের মহম্মদবাজারে এক পরিবারের তিন সদস্যের মৃতদেহ উদ্ধারের ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে প্রাথমিকভাবে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে পেল জেলা পুলিশ। ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুজন। তদন্তে গতি আনতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ডিসিপি, ওসি-সহ মোট ৮ জনের একটি বিশেষ টিমগঠন করেছে জেলা পুলিশ। তবে এহেন ভয়াবহ হত্যাকাণ্ডের পর মহম্মদবাজারেরক ওসি অরূপ দত্তকে বদলি করা হয়েছে। তাঁর বদলে আপাতত দায়িত্ব সামলাবেন নানুরের ওসি তপাই বিশ্বাস।

Advertisement

শুক্রবার সকালে মহম্মদবাজারের ম্যানেজার পাড়ার আদিবাসী মহল্লায় একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার হয়। মৃত বছর পঁচিশের লক্ষ্মী মাড্ডি, ১০ বছরের রুপালি মাড্ডি ও ৮ বছরের অভিজিৎ মাড্ডি। তিনজনের মাথায় মেলে আঘাতে চিহ্ন। ঘটনার তদন্তে নেমে ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত-সহ ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বীরভূমের মল্লারপুরের বাসিন্দা নয়ন বিত্তার ও তার বন্ধু ডোমপাড়ার সুনীল মৃধা ধরা পড়েন পুলিশের হাতে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের খুঁটিনাটি ও খুনের মোটিভ সম্পর্কে জানতে পারে।

জেলা পুলিশ সুপার আমনদীপের দাবি, নয়নের সঙ্গে লক্ষ্ণীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। কোনও কারণে নিজেদের মধ্যে ঝামেলা হয়। এরপর বৃহস্পতিবার রাতে নয়ন বন্ধু সুনীলকে নিয়ে যায় ম্যানেজার পাড়ায় লক্ষ্মীর বাড়ির কাছে। জাতীয় সড়কের পাশেই তাদের বাড়ি। এরপর সুনীলকে দাঁড় করিয়ে লক্ষ্মীর সঙ্গে দেখা করতে যায় নয়ন। তখনও উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পুলিশের দাবি অনুযায়ী, তাতেই খেপে গিয়ে লক্ষ্মীর মাথায় আঘাত করে বসে নয়ন। পরপর একইভাবে খুন করা হয় ছোট রুপালি ও অভিজিৎকেও।

তবে যে অস্ত্র দিয়ে সে খুন করেছে বলে জেরায় জানিয়েছে, সেই অস্ত্রটি এখনও পাওয়া যায়নি। তার সন্ধান করছেন তদন্তকারীরা। বাড়িটি আপাতত সিল করে দেওয়া হয়েছে। খবর পাঠানো হয়েছে ফরেনসিক বিভাগে। আগামী সোমবার ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবেন বলে খবর পুলিশ সূত্রে। অন্যদিকে, জেলা পুলিশের তৈরি ৮ সদস্যের বিশেষ তদন্তকারী দল নিজেদের তল্লাশি জারি রেখেছে। আটক করা হয়েছে আরও দুজনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহম্মদবাজারে এক পরিবারের তিনজনের খুনের ধৃত মূল অভিযুক্ত-সহ ২।
  • পরকীয়ায় ঝামেলার জেরে খুন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
  • ঘটনার পরই বদলি করা হল মহম্মদবাজারের ওসিকে।
Advertisement