সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতকোত্তর উত্তীর্ণ? শিক্ষাক্ষেত্রে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে চুক্তিভিত্তিক চাকরি পেতে পারেন আপনিও। নিশ্চয়ই ভাবছেন শূন্যপদ কতগুলো? কীভাবেই বা আবেদন করবেন? আসুন জেনে নিন খুঁটিনাটি সমস্ত তথ্য।

মোট শূন্যপদ- ২
পোস্টের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা- হিউম্য়ানিটিস ও সোশাল সায়েন্সে স্নাতকোত্তর উত্তীর্ণ হলেই এই পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। তবে এছাড়াও কয়েকটি বিষয়ে দক্ষ হতে হবে আপনাকে।
১. বাংলা ও ইংরাজিতে স্পষ্টভাবে কথা বলতে ও লিখতে পারতেই হবে।
২.কম্পিউটার অ্যাপ্লিকেশনের নূন্যতম শংসাপত্র থাকতে হবে।
৩. ডেটা হ্যান্ডলিং, রিসার্ড, প্রজেক্ট, ওয়েলবিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
নূন্যতম বয়স- ১ জানুয়ারি ২০২৫-এ আবেদনকারীর বয়স হতে পারে ৩৫ বছরের মধ্যে। তবেই আবেদন করতে পারবেন আপনি।
বেতন- চুক্তিভিত্তিক এই পদে নিযুক্ত হলে দিনপ্রতি পাবেন ৫৫০ টাকা।
আবেদনের পদ্ধতি- যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ওয়েবসাইটেই পাবেন ফর্ম। এছাড়াও আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন সেখানেই।
আবেদনের শেষ তারিখ- ৭ এপ্রিল, ২০২৫।
ওয়াক-ইন-ইন্টারভিউ- ৮ এপ্রিল, ২০২৫। ইন্টারভিউয়ের সময় সঙ্গে রাখতে হবে যাবতীয় নথি (অরিজিনাল)।