shono
Advertisement
University of Kalyani

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, এখনই জেনে নিন খুঁটিনাটি

কীভাবে আবেদন করবেন?
Published By: Tiyasha SarkarPosted: 03:40 PM Dec 04, 2024Updated: 05:43 PM Dec 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধ্যাপনাই কি আপনার লক্ষ্য? সেই মতো লেখাপড়া করেছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুন খবর। গেস্ট টিচার পদে নিয়োগ করছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। কোন বিষয়ের জন্য লোক নেবে এই বিশ্ববিদ্যালয়? কীভাবে আবেদন করবেন? যোগ্যতাই বা কী? জেনে নিন যাবতীয় খুঁটিনাটি তথ্য। 

Advertisement

মোট শূন্যপদ - ৫

পদ- অতিথি শিক্ষক (গেস্ট টিচার)
বিষয়- সাঁওতালি ভাষা

শিক্ষাগত যোগ্যতা

  • এই পদে ইন্টারভিউ দিতে হলে আপনাকে সাঁওতালি ভাষায় স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। নূন্যতম ৫৫ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক। NET বা SET উত্তীর্ণ হতে হবে।
  • সাঁওতালি ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে। অন্যথায় ইন্টারভিউ দেওয়ার সুযোগ মিলবে না।
  • সাহিত্য, নাটকে স্পেশালাইজেশন থাকলে অগ্রাধিকার মিলতে পারে।

ইন্টারভিউয়ের তারিখ- ৯ ডিসেম্বর ২০২৪

ইন্টারভিউর স্থান- অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, কল্যাণী বিশ্ববিদ্যালয়, নদিয়া

** সাদা কাগজ, বায়োডাটা সঙ্গে রাখতে হবে। এই নিয়োগের জন্য আগে থেকে অনলাইনে বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে না। নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় নথি নিয়ে পৌঁছে যেতে হবে বিশ্ববিদ্যালয়ে। লিখিত অথবা মৌখিক পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে ৫ জনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অধ্যাপনাই কি আপনার লক্ষ্য? সেই মতো লেখাপড়া করেছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুন খবর।
  • গেস্ট টিচার পদে নিয়োগ করছে কল্যাণী বিশ্ববিদ্যালয়।
  • কেন বিষয়ের জন্য লোক নেবে এই বিশ্ববিদ্যালয়? কীভাবে আবেদন করবেন? যোগ্যতাই বা কী? জেনে নিন যাবতীয় খুঁটিনাটি তথ্য। 
Advertisement