সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবার আইএসএলে নবম স্থানে শেষ করেছিল ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে মোহনবাগানের কাছে ফাইনালে হার মানে লাল-হলুদ শিবির। ওড়িশায় অনুষ্ঠিত সুপার কাপে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত আসন্ন মরশুমে আরও ভালো পারফরম্যান্স করার ব্যাপারে আশাবাদী।
দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, মাদিহ তালালের মতো ফুটবলার দলে আসায় আগের থেকেও লাল-হলুদ শক্তিশালী বলে মনে করেন স্প্যানিশ কোচ কুয়াদ্রাত। এদিন ইস্টবেঙ্গল কোচ এবং গোটা দল হাজির হয়েছিল ইমামি আর্ট গ্যালারিতে।
[আরও পড়ুন: টেস্টে শচীনের রান টপকে যাবেন এই তারকা, ভবিষ্যদ্বাণী ইংল্যান্ড প্রাক্তনীর]
সেই অনুষ্ঠানে আগামী মরশুম নিয়ে কথা বলেন কুয়াদ্রাত। লাল-হলুদের স্প্যানিশ কোচ বলেন, ''গতবার কয়েকটা জায়গায় সমস্যা ছিল। এবার বিনিয়োগকারী সংস্থা ভালো দল তৈরি করেছে। ফলে গতবারের থেকে এবারের পরিস্থিতি অনেকটাই ভালো যদিও গতবার আমরা দুটো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছি- ডুরান্ড কাপ ও সুপার কাপ। জিতেছি একটা ট্রফি।''
এদিকে এসিএল-২-এর প্রাথমিক পর্বে তুর্কমেনিস্তানের দলের বিরুদ্ধে ১৪ আগস্ট খেলা রয়েছে ইস্টবেঙ্গলের। তার পরে ডুরান্ড কাপে নামবে কুয়াদ্রাতের দল। কুয়াদ্রাত গতবারের প্রসঙ্গ উত্থাপ্পন করে বলেছেন, ''গতবার কোনও খেলোয়াড় চোটআঘাত বা সাসপেনশনের কবলে পড়ে গেলে সমস্যা হয়েছিল। এবার দলে ভালো ফুটবলারের অন্তর্ভুক্তি ঘটেছে। আশা করি এবার চ্যালেঞ্জ দিতে পারব বাকি দলগুলোকে।''
এবার ইস্টবেঙ্গলের দল নিয়ে খুশি কুয়াদ্রাত। এদিন তিনি বলেছেন, আমার কোচিং করানো সেরা দলগুলোর মধ্যে এই ইস্টবেঙ্গল থাকবে।
এবারের দল নিয়ে কোচের মতোই আশাবাদী সমর্থকরা। কলকাতা লিগে দুদ্দাড়িয়ে এগোচ্ছে ইস্টবেঙ্গল। সামনে এসিএল-২, ডুরান্ড কাপ, তার পরে আইএসএল। সমর্থকরা আশায় বুক বাঁধছেন। বাকিটা দেখা যাবে মাঠে।