নব্যেন্দু হাজরা: ক্লান্ত শরীরে মেট্রো চড়ে বাড়ি ফিরছেন। কিংবা ধরুন মেট্রো যাত্রায় আপনার সঙ্গী পরিবারের খুদে সদস্য। গড়িয়া থেকে দমদম দীর্ঘ যাত্রাপথে সে বেশ বিরক্ত হচ্ছে। এবার মেট্রো যাত্রাপথে সকলের বিরক্ত কাটাতে বিশেষ উদ্যোগ। মেট্রোয় যাতায়াতের পথে এবার আপনি দেখতে পারবেন কার্টুন।
কলকাতা মেট্রোর রেকের ভিতর এলইডি স্ক্রিন থাকেই। ওই স্ক্রিনে এতদিন শুধুমাত্র স্টেশনের নামই ভেসে উঠত। তবে এবার মেট্রো রেলের বিশেষ উদ্যোগ ‘ইনফোটেনমেন্ট অন হুইলস’। তার ফলে এবার আর শুধু রুট ম্যাপ কিংবা স্টেশনের নামই নয়। এলইডি স্ক্রিনে দেখা যাবে টম অ্যান্ড জেরির মতো কার্টুনও। যা দেখে নিখাদ আনন্দ উপভোগ করতে পারবেন যাত্রীরা। শুক্রবার থেকেই শুরু হয়েছে নয়া পরিষেবা।
[আরও পড়ুন: পুজোর শুভেচ্ছায় ‘শুভনন্দন’, শারদোৎসবের বিজ্ঞাপনে জায়গা করে নিল মুখ্যমন্ত্রীর বলা শব্দ]
বহু স্কুলপড়ুয়াই মেট্রো রেলের প্রতিদিনের যাত্রী। তাই তারা স্কুলে যাতায়াতের পথে কার্টুন দেখে যে যথেষ্ট খুশি হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। অন্যান্য যাত্রীরাও যারপরনাই খুশি। মেট্রো কর্তৃপক্ষের এই উদ্যোগেকে সাধুবাদ জানিয়েছেন প্রায় সকলেই।