shono
Advertisement

Breaking News

Coal মাফিয়া লালার বিরুদ্ধে CBI তদন্তের দাবিতে পৃথক মামলা দায়ের কলকাতা হাই কোর্টে

আগামী ১৭ আগস্ট যে মামলার শুনানির দিন ধার্য হয়েছে।
Posted: 07:55 PM Aug 03, 2021Updated: 07:55 PM Aug 03, 2021

শুভঙ্কর বসু: ইসিএলের আয়ত্তাধীন কয়লা খনিগুলি থেকে কয়লা পাচারের অভিযোগে আগেই অনুপ মাঝি তথা লালার নাম জড়িয়েছে। ওই মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) থেকে রক্ষাকবচও পেয়েছে কয়লা মাফিয়া হিসেবে পরিচিত লালা। এবার তার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) একটি পৃথক মামলা দায়ের হয়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে লালার বিরুদ্ধে সিবিআই (CBI) তদন্তের দাবিতে মামলাটি দায়ের করেছেন বাঁকুড়ার বাসিন্দা কালিদাস বন্দ্যোপাধ্যায়। আগামী ১৭ আগস্ট বিচারপতি রাজ শেখর মন্থার এজলাসে মামলার শুনানি।

Advertisement

কালিদাসবাবুর আইনজীবী বৈদুর্য্য ঘোষাল জানিয়েছেন, বাঁকুড়ার মেজিয়ার কালিকাপুর অঞ্চলে তাঁর মক্কেলের প্রায় ১০০ বিঘার সম্পত্তি রয়েছে। ওই জমির নিচেই রয়েছে কয়লাস্তর। রীতিমতো জমিত ডিনামাইট দিয়ে ফাটিয়ে ১৯৯১ সাল থেকে কয়লা তোলা শুরু করেছে লালা ও তার দলবল। কালিদাস বাবুর অভিযোগের ভিত্তিতে ১৯৯৪ সালে রাজ্যসরকার সেখানে পুলিশ ক্যাম্প বসালেও দিতে সেই পুলিশ ক্যাম্প তুলে নেওয়া হয়।

[আরও পড়ুন: ব্যবসার জন্য আদর্শ বাংলা, শিল্পসাথীতে প্ল্যাটিনাম-সহ চারটি SKOCH Award রাজ্যের]

তারপরই লালা ও তার সহযোগী কয়লা মাফিয়াদের দৌরাত্ব বেড়ে যায়। ওই এলাকায় অত্যাধিক ডিনামাইট ব্যবহার করার ফলে মামলাকারী ও তার আসপাশের বাড়ি ঘর ও কৃষিজমিতে সম্পূর্ণ ধস নামতে শুরু করে। কিন্তু লালার বিরুদ্ধে একাধিকবার পুলিশে জানানো হলেও কোনও ব্যবস্থা হয়নি। অভিযোগ, ওই এলাকা থেকে কয়েকশো কোটি টাকার কয়লা চোরাচালান করেছে লালা। পুলিশের তরফে কোনও সুরাহা না পেয়ে অবশেষে ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে বিচারপতি রাজশেখর মন্থার এজলাসে মামলা দায়ের করেছেন কালিদাসবাবু। আগামী ১৭ আগস্ট যে মামলার শুনানির দিন ধার্য হয়েছে।

[আরও পড়ুন: Coronavirus: ফের বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে ৩ জেলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement