সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দশ বছরে মুম্বইয়ে (Mumbai) ধর্ষণের সংখ্যা ১৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৩ সালে ৩৯১টি ধর্ষণ সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত হয়েছিল বাণিজ্য নগরীতে। সেখানে ২০২২ সালে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ৯০১টি। অন্যদিকে, শ্লীলতাহানির সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১০৫ শতংশ। ২০১৩-তে যা ছিল ১১৩৭টি, ২০২২-এ তা বেড়ে হয়েছে ২৩২৯টি। সম্প্রতি মুম্বইয়ের ‘প্রজা ফাউন্ডেশন’ এই রিপোর্ট প্রকাশ করেছে।
প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালে ধর্ষণ সংক্রান্ত যতগুলো অভিযোগ নথিভুক্ত করা হয়েছিল, তার ৬৩ শতাংশ নাবালিকা সংক্রান্ত। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু, দুর্ভাগ্যের বিষয় নথিভুক্ত অভিযোগের মধ্যে ৭৩ শতাংশই নিষ্পত্তি হয়নি। সংস্থার রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে মুম্বইয়ে বেড়েছে সাইবার অপরাধের সংখ্যাও। শতকরা হিসাবে যা ২৪৩ শতাংশ। ’১৮ -তে যে সংখ্যাটি ছিল ১৩৭৫, চার বছর বাদে সেই সংখ্যাটি বেড়ে হয়েছে ৪৭২৩। কিন্তু, এত অভিযোগের মধ্যে মাত্র ৮ শতাংশ অভিযোগের সমাধান করতে পেয়েছে মুম্বই পুলিশ। এই চার বছরে ক্রেডিট কার্ড জালিয়াতি বৃদ্ধি পেয়েছে ৬৫৭ শতাংশ। সংখ্যার হিসাবে ৪৬১ থেকে বেড়ে ৩৪৯০।
[আরও পড়ুন: বৈঠকে ভারত-বাংলাদেশের বিদেশ সচিব, উত্তর-পূর্বে সন্ত্রাসের মেঘ দেখছে দিল্লি?]
প্রজা ফাউন্ডেশনের প্রকাশিত রিপোর্ট ফের একবার এক বিজেপি শাসিত রাজ্যের আসল চেহারা সামনে এনে দিল। যে দশ বছরের রিপোর্টি প্রকাশিত হয়েছে, তার একটা বড় সময় মহারাষ্ট্রে (Maharashtra) ক্ষমতায় ছিলেন দেবেন্দ্র ফড়নবিশ।