তারক চক্রবর্তী, শিলিগুড়ি: চারচাকা গাড়ির শোরুমে চুরি। ২৪ লক্ষ টাকা নিয়ে উধাও দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। তদন্তে নেমেছে মাটিগাড়া থানার পুলিশ।
শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকায় দীর্ঘদিন ধরেই একটি চারচাকা গাড়ির শোরুম রয়েছে। শুক্রবার ভোর রাতে এক দল দুষ্কৃতী হানা দেয় ওই শোরুমে। সেই সময় শোরুমে ছিলেন দুই নিরাপত্তারক্ষী। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের বেধড়ক মারধর করে। তারপর তাঁদের বেঁধে রাখা হয়। এরপর শুরু হয় লুটপাট। লকার ভেঙে প্রায় ২৪ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বিষয়টা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
[আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা: প্রশ্নমালা নিয়ে প্রস্তুত ইডি, আদৌ আজ হাজিরা দেবেন সায়নী ঘোষ?]
খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাটিগাড়া থানার পুলিশ। গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা। ঘটনার সঙ্গে কে বা কারা রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। শোরুমের ম্যানেজার বলেন, “চারপাঁচজন ছিল। এত টাকা থাকে না ক্যাশে। গতকাল ব্যাংক বন্ধ থাকায় টাকা জমা করা যায়নি। আর সেই সুযোগই নিয়েছে।” এদিকে এই ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।