অর্ণব আইচ ও নন্দন দত্ত: গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) সিবিআই দপ্তরে হাজির অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আবদুল কেরিম খান। মঙ্গলবার তাঁর বাড়িতে তল্লাশি ও অস্থায়ী ক্যাম্পে একদফা জিজ্ঞাসাবাদের পর ফের নথি নিয়ে বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেয় তদন্তকারীরা। সেই মতো বুধবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। প্রতিবেদনটি প্রকাশিত হওয়া পর্যন্ত জেরা চলছে বলে খবর। এদিকে এদিন বোলপুরের তিন ব্যাংকের আধিকারিকদের অস্থায়ী ক্যাম্পে তলব করা হয়েছে। অনুব্রতর লেনদেন নিয়ে তথ্য় জানতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর।
জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল কেরিম খানের নানুরের বাড়িতে আগেও যৌথ তল্লাশি চালিয়েছিল ইডি- সিবিআই (CBI)। আগস্টের প্রথম সপ্তাহে তৃণমূল জেলা সভাপতির ডান হাত কেরিমের বাড়িতে পাঁচ ঘণ্টা তল্লাশি চালিয়ে নানা নথি সংগ্রহ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই ঘটনার প্রায় দু’মাস পরে মঙ্গলবার শান্তিনিকেতনের অস্থায়ী সিবিআই ক্যাম্পে কেরিমকে জিজ্ঞাসাবাদ করল তদন্তকারীরা। তাৎপর্যপূর্ণভাবে গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেপ্তারির পর এই প্রথমবার কেরিমকে জেরা করা হয়। এরপর বুধবার ফের তাঁকে তলব করেছিল সিবিআই।
[আরও পড়ুন: ২০১৪ TET উত্তীর্ণদের ধরনার বিরোধিতায় হাই কোর্টে পর্ষদ, খারিজ দ্রুত শুনানির আরজি]
সিবিআই সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নানুরে আয়োজিত মিলন মেলায় অনুব্রতকে নানান দামী উপহারে ভরিয়ে দিতেন তাঁর প্রিয় শিষ্য কেরিম। কখনও মাথায় রুপোর মুকুট, কখনও প্রিয় দাদার হাতে তুলে দিতেন রুপোর তরোয়াল। রুপোর পাচনও তুলে দিতে দেখা গিয়েছে। দাদাও দু’হাত ভরে ‘আশীর্বাদ’ করে গিয়েছেন সর্বদা। ইতিমধ্যেই কেরিমের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই । নানুর, বোলপুর ও শান্তিনিকেতনে রয়েছে তাঁর একাধিক বিলাসবহুল বাড়ি। কোনওটা তাঁর নিজের নামে। আবার কোনওটা বেনামে। শান্তিনিকেতনের উদয়নপল্লি ও সীমান্তপল্লির মাঝামাঝি জায়গায় তাঁর প্রসাদপ্রম বাড়ি তৈরি হচ্ছে তাঁর। বাড়িটি নির্মাণে খরচ হয়েছে প্রায় চার কোটি টাকা। বাড়িতে ব্যবহৃত মার্বেল ও কাঁচ নিয়ে আসা হয়েছে বেলজিয়াম থেকে। আলোকসজ্জার প্রচুর খরচ করেছেন বলে জানা যায়। রয়েছে ওষুধের দোকানও। সেটি বেনামে রয়েছে বলে জানা গিয়েছে।
তাই এবার অনুব্রত ঘনিষ্ঠ আবদুল কেরিম খানকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। মঙ্গলবার শান্তিনিকেতনে পূর্বপল্লি গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে ব্যাংক অ্যাকাউন্টের নথি-সহ হাজিরা দেন কেরিম খান। বুধবার সকালে প্রয়োজনীয় নথি নিয়ে কলকাতার সিবিআই দপ্তরে হাজিরা দিলেন তিনি।