shono
Advertisement

হনুমান চল্লিশা শুনে পালায়নি ভূত, সিবিএফসি’র কোপে এবার ‘ফিল্লৌরি’!

ভূতুড়ে কাণ্ড!!! The post হনুমান চল্লিশা শুনে পালায়নি ভূত, সিবিএফসি’র কোপে এবার ‘ফিল্লৌরি’! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:25 PM Mar 24, 2017Updated: 02:55 PM Mar 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবিতে কাটছাঁট করতে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (CBFC) জুড়ি মেলা ভার৷ বিশেষ করে তার নেতৃত্ব যখন পেহলাজ নিহলানির মতো ব্যক্তিত্বের হাতে থাকে৷ অধিকাংশ সিনেপ্রেমীরই এই ধারণা৷ এবার নাকি সিবিএফসি’র কোপ পড়েছে অনুস্কা শর্মার ‘ফিল্লৌরি’র রিলে৷ কারণটিও বেশ ভূতুড়ে৷

Advertisement

[সেকি!! শেষ টেস্টে বিরাটকে ছাড়াই খেলবে টিম ইন্ডিয়া?]

শোনা গিয়েছে, ছবিকে U/A সার্টিফিকেট দিলেও তার একটি দৃশ্যে আপত্তি তুলেছে সিবিএফসি৷ এর কারণ ‘হনুমান চল্লিশা’৷ হ্যাঁ, ঠিকই পড়ছেন৷ জানা গিয়েছে ছবির ওই দৃশ্যের ভূতরূপী অনুস্কাকে দেখে হনুমান চল্লিশা উচ্চারণ করেন অভিনেতা সূরয শর্মা৷ মান্যতা রয়েছে, হনুমান চল্লিশা শুনলেই ভূতেরা কাছে ঘেঁষতে পারে না৷ কিন্তু, ছবিতে নাকি দেখানো হয়েছে ভূত অর্থাৎ অনুস্কার উপর তার কোনও প্রভাব ফেলেনি৷ এতেই নাকি আপত্তি সিবিএফসি’র৷ বলা হয়েছে ওই দৃশ্যে কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে৷ তাই ছবির ওই দৃশ্যটি মিউট করতে অথবা পুরো দৃশ্যটিই বাতিল করতে হবে৷ ছবি শুরুর আগে একটি দীর্ঘ বিবৃতিও দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ যাতে লেখা থাকবে এই ছবি কোনও কুসংস্কারের প্রচার করে না৷

[দেশের একটি বিষয় নিয়েই সবচেয়ে বেশি লজ্জিত অক্ষয় কুমার]

সংবাদমাধ্যমের এই খবরের সত্যতা অবশ্য স্বীকার করেননি পেহলাজ নিহলানি৷ তবে এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি৷ যা জানার ছবির প্রযোজকদের কাছে জিজ্ঞেস করার পরামর্শ দিয়েছেন তিনি৷

[আজমের শরিফের দরগায় চাদড় চড়াতে উদ্যোগী খোদ মোদি]

The post হনুমান চল্লিশা শুনে পালায়নি ভূত, সিবিএফসি’র কোপে এবার ‘ফিল্লৌরি’! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement