shono
Advertisement

Breaking News

হনুমান চল্লিশা শুনে পালায়নি ভূত, সিবিএফসি’র কোপে এবার ‘ফিল্লৌরি’!

ভূতুড়ে কাণ্ড!!! The post হনুমান চল্লিশা শুনে পালায়নি ভূত, সিবিএফসি’র কোপে এবার ‘ফিল্লৌরি’! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:25 PM Mar 24, 2017Updated: 02:55 PM Mar 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবিতে কাটছাঁট করতে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (CBFC) জুড়ি মেলা ভার৷ বিশেষ করে তার নেতৃত্ব যখন পেহলাজ নিহলানির মতো ব্যক্তিত্বের হাতে থাকে৷ অধিকাংশ সিনেপ্রেমীরই এই ধারণা৷ এবার নাকি সিবিএফসি’র কোপ পড়েছে অনুস্কা শর্মার ‘ফিল্লৌরি’র রিলে৷ কারণটিও বেশ ভূতুড়ে৷

Advertisement

[সেকি!! শেষ টেস্টে বিরাটকে ছাড়াই খেলবে টিম ইন্ডিয়া?]

শোনা গিয়েছে, ছবিকে U/A সার্টিফিকেট দিলেও তার একটি দৃশ্যে আপত্তি তুলেছে সিবিএফসি৷ এর কারণ ‘হনুমান চল্লিশা’৷ হ্যাঁ, ঠিকই পড়ছেন৷ জানা গিয়েছে ছবির ওই দৃশ্যের ভূতরূপী অনুস্কাকে দেখে হনুমান চল্লিশা উচ্চারণ করেন অভিনেতা সূরয শর্মা৷ মান্যতা রয়েছে, হনুমান চল্লিশা শুনলেই ভূতেরা কাছে ঘেঁষতে পারে না৷ কিন্তু, ছবিতে নাকি দেখানো হয়েছে ভূত অর্থাৎ অনুস্কার উপর তার কোনও প্রভাব ফেলেনি৷ এতেই নাকি আপত্তি সিবিএফসি’র৷ বলা হয়েছে ওই দৃশ্যে কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে৷ তাই ছবির ওই দৃশ্যটি মিউট করতে অথবা পুরো দৃশ্যটিই বাতিল করতে হবে৷ ছবি শুরুর আগে একটি দীর্ঘ বিবৃতিও দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ যাতে লেখা থাকবে এই ছবি কোনও কুসংস্কারের প্রচার করে না৷

[দেশের একটি বিষয় নিয়েই সবচেয়ে বেশি লজ্জিত অক্ষয় কুমার]

সংবাদমাধ্যমের এই খবরের সত্যতা অবশ্য স্বীকার করেননি পেহলাজ নিহলানি৷ তবে এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি৷ যা জানার ছবির প্রযোজকদের কাছে জিজ্ঞেস করার পরামর্শ দিয়েছেন তিনি৷

[আজমের শরিফের দরগায় চাদড় চড়াতে উদ্যোগী খোদ মোদি]

The post হনুমান চল্লিশা শুনে পালায়নি ভূত, সিবিএফসি’র কোপে এবার ‘ফিল্লৌরি’! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement