shono
Advertisement

রাজীবের খোঁজে কলকাতায় সিবিআইয়ের বিশেষ টিম, ময়দানে নামছেন ১২ জন বাঘা অফিসার

দিল্লি থেকে দুপুরেই শহরে পৌঁছবেন অফিসাররা৷ The post রাজীবের খোঁজে কলকাতায় সিবিআইয়ের বিশেষ টিম, ময়দানে নামছেন ১২ জন বাঘা অফিসার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:32 PM Sep 18, 2019Updated: 07:53 PM Sep 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোথায় রয়েছে রাজীব কুমার? শহরেই কি আত্মগোপন করে রয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার? এমন একগুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজতেই এবার কোমর বেঁধে ময়দানে নামছে সিবিআই৷ সূত্রের খবর, রাজীব কুমারের হদিশ পেতে বুধবারই দিল্লি থেকে কলকাতায় এসেছে সিবিআইয়ের ১২ সদস্যের একটি টিম৷

Advertisement

[ আরও পড়ুন: উৎসবের শহরকে যানজট মুক্ত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ, ঘোষণা সিপি অনুজ শর্মার ]

সিবিআই সূত্রে খবর, দিল্লি ও উত্তরপ্রদেশের বাঘা অফিসারদের নিয়ে ওই টিম তৈরি করা হয়েছে৷ যাতে রয়েছে এসপি ব়্যাঙ্কের দু’জন অফিসার, অ্যাডিশনাল এসপি ব়্যাঙ্কের তিনজন অফিসার এবং বাকিরা ডিএসপি ব়্যাঙ্কের৷ জানা গিয়েছে, বুধবার দুপুরে কলকাতায় পৌঁছছেন তাঁরা৷ এরপর সোজা চলে আসেন সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দপ্তরে৷ এখানকার তদন্তকারীদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা৷ এবং তারপরই নিজেদের কাজ শুরু করবেন৷ রাজীব কুমারের খোঁজ পেতে ইতিমধ্যে নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে চিঠি দিয়ে এসেছিলেন সিবিআইয়ের অফিসাররা৷ যার উত্তর দিয়েছে নবান্ন৷ সূত্রের খবর, পালটা চিঠিতে নবান্নের তরফে বলা হয়েছে, ছুটিতে রয়েছেন রাজীব কুমার৷ এবং ছুটির আবেদন পত্রে তিনি জানিয়েছেন, এই সময়ে ৩৪ পার্কস্ট্রিটে তাঁর বাড়িতেই থাকবেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার৷ সিবিআইয়ের আধিকারিকরা জানিয়েছেন, তাঁদেরও বিশ্বাস পার্কস্ট্রিটের বাড়িতেই রয়েছেন রাজীব কুমার৷

[ আরও পড়ুন: শ্যামাপ্রসাদের নামে শারদ সম্মান, নয়া উদ্যোগ বিজেপির সংগঠন ‘বঙ্গপ্রয়াস’-এর ]

প্রসঙ্গত, মঙ্গলবারই রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বারাসত আদালত৷ বিচারক জানান, এই মামলায় রায়দান করার কোনও এক্তিয়ার বারাসত আদালতের নেই। উত্তর ২৪ পরগনার জেলা আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা নয়। মামলাটি আলিপুর জেলা আদালতে পাঠান তিনি৷ সূত্রের খবর, বারাসত আদালতের রায়ের পরই তৎপর হয়েছেন রাজীবের আইনজীবীরা৷ সম্ভবত বুধবার আলিপুর আদালতের দ্বারস্থ হবেন তাঁরা৷

The post রাজীবের খোঁজে কলকাতায় সিবিআইয়ের বিশেষ টিম, ময়দানে নামছেন ১২ জন বাঘা অফিসার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার