shono
Advertisement

কালো টাকা কেলেঙ্কারিতে নাম জড়াল পদ্মভূষণ প্রাপ্ত চিকিৎসকের

বিশ্বখ্যাত ক্যানসার বিশেষজ্ঞের কালো টাকা কেলেঙ্কারিতে এমন হাতেনাতে ধরা পড়ার ঘটনায় স্তম্ভিত চিকিৎসক মহল৷
Posted: 08:13 PM Dec 24, 2016Updated: 02:43 PM Dec 24, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫ কোটি কালো টাকা পাচার করার অভিযোগ উঠল ‘পদ্মশ্রী’ ও ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত ব্লাড ক্যানসার-চিকিৎসক সুরেশ আদবানির বিরু‌দ্ধে৷ তাঁর ১০ কোটি ১০ লক্ষ টাকা ব্যাঙ্কে নিয়ে যেতে গিয়ে পুলিশের নজরে পড়েন মহারাষ্ট্রের একটি সমবায় ব্যাঙ্কের তিন কর্মী৷ তাঁদের জেরা করেই ফাঁস হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চিকিৎসকের কালো টাকা পাচারের কীর্তি৷ শনিবার বিশ্বখ্যাত ক্যানসার বিশেষজ্ঞের কালো টাকা কেলেঙ্কারিতে এমন হাতেনাতে ধরা পড়ার ঘটনায় স্তম্ভিত চিকিৎসক মহল৷ বাতিল নোট পাচারের অভিযোগে ডাক্তার আদবানি-সহ আরও পাঁচজনের বিরু‌দ্ধে অভিযোগ দায়ের করেছে সিবিআই৷ তাঁদের নাম যোগেশ শিরোই, ধরম রাজ ঠিগলে, কৃশ, গজানন্দ সোমনাথ, বি এম শাহ৷ যোগেশ ও ডাক্তার আদবানি ছাড়া বাকিরা ঘাটকোপারের বৈদ্যনাথ কোঅপারেটিভ আরবান ব্যাঙ্কের কর্মী৷

Advertisement

জানা গিয়েছে, গতকাল সিবিআইয়ের তরফে ওই ব্যাঙ্কের ১১ টি শাখায় অভিযান চালানো হয়৷ অভিযানের ফলে বেশ কয়েকটি ভুয়া অ্যাকাউন্টের হদিস পায় সিবিআই৷ পাশাপাশি, টাকার লেনদেন আর হিসাবেও গরমিল পাওয়া যায় বলে জানা গিয়েছে৷

প্রসঙ্গত, সংশ্লিষ্ট ব্যাঙ্কের সূত্রে বাতিল নোটে ১০ কোটি টাকা উদ্ধার হওয়ার পরই এই ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযান চালায় সিবিআই৷ কালো টাকা সাদা করার অভিযোগে গ্রেফতার করা হয় ব্যাঙ্কের দুই ম্যানেজার-সহ চারজনকে৷ মহারাষ্ট্রের মুণ্ডে পরিবার পরিচালিত সমবায় ব্যাঙ্ক চিকিৎসকদের কালো টাকা সাদা করেছে বলে জানতে পেরেছে সিবিআই। কালো টাকা কাণ্ডে এবার সিবিআইয়ের নজরে মহারাষ্ট্রের নারী ও শিশুকল্যাণমন্ত্রী পঙ্কজা মুণ্ডের বোন, বিজেপি সাংসদ প্রীতম মুণ্ডে। তিনি ওই সমবায় ব্যাঙ্কের অন্যতম ডিরেক্টর। গোটা ঘটনায় মহারাষ্ট্রের আরও কিছু ক্ষমতাসম্পন্ন ব্যক্তিত্বদের নাম জড়িয়ে পড়তে পারে, এমনটাই অনুমান করছে সিবিআই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement