shono
Advertisement
RG Kar murder

আর জি কর তদন্তে রাজনৈতিক চাপ! ভাইরাল চিঠি নিয়ে ফ্যাক্ট চেক সিবিআইয়ের

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া চিঠিতে দেখা যায়, নিজের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন আকাশ নাগ নামে এক সিবিআই আধিকারিক।
Published By: Anwesha AdhikaryPosted: 07:44 PM Aug 20, 2024Updated: 07:44 PM Aug 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে! একটি চিঠিতে নাকি এই কথা লিখেছেন সিবিআই আধিকারিক স্বয়ং। গত কয়েকদিন ধরে নেটদুনিয়ায় হুহু করে ভাইরালও হয়েছে সেই চিঠি। কিন্তু এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই চিঠি ভুয়ো। সিবিআইয়ের কোনও আধিকারিক এমন চিঠি লেখেননি।

Advertisement

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া চিঠিতে দেখা যায়, নিজের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন আকাশ নাগ নামে এক সিবিআই আধিকারিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তিনি আবেদন করেছেন, আর জি কর কাণ্ডের তদন্ত থেকে সরে দাঁড়াতে চান। কারণ এই তদন্তে নেমে তাঁকে রাজনৈতিক চাপ সহ্য করতে হচ্ছে। সামাজিকভাবেও বেশ চাপের মুখে পড়ছেন। সব মিলিয়ে তিনি সিবিআই আধিকারিকের পদ থেকে সরে দাঁড়াতে চান। এই আবেদনপত্র হুহু করে ভাইরাল হয় নেটদুনিয়ায়।

[আরও পড়ুন: এবার যোগীরাজ্য, হাসপাতালেই কর্তব্যরত নার্সকে ধর্ষণ! গ্রেপ্তার চিকিৎসক-সহ ৩

তবে এই চিঠি ভাইরাল হওয়ার পরেই ফ্যাক্ট চেক শুরু করে সিবিআই। ফ্যাক্ট চেকের রিপোর্টের ভিত্তিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়ে দেয়, এই নামে কোনও আধিকারিক সিবিআইয়ে কর্মরত নন। তাই এই ভুয়ো চিঠির বার্তায় যেন কেউ বিশ্বাস না করেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আরও বলা হয়, পেশাগত দক্ষতার সঙ্গেই আর জি কর কাণ্ডের তদন্ত চলছে। দিল্লির সিবিআই হেডকোয়ার্টারও তদন্তের দিকে নজর রেখেছে। আকাশ নাগ নামে কোনও ব্যক্তির লেখা চিঠির সত্যতা নেই। কলকাতায় সিবিআইয়ের ক্রাইম ব্রাঞ্চের জয়েন্ট ডিরেক্টর হিসাবে যে পদের কথা ওই চিঠিতে লেখা হয়েছে সেটাও ভুয়ো। 

[আরও পড়ুন: অক্টোবরেই মালাবার মহড়া, চিনকে নজরে রেখে মার্কিন সফরে রাজনাথ!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই চিঠি ভুয়ো। সিবিআইয়ের কোনও আধিকারিক এমন চিঠি লেখেননি।
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তিনি আবেদন করেছেন, আর জি কর কাণ্ডের তদন্ত থেকে সরে দাঁড়াতে চান।
  • কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আরও বলা হয়, পেশাগত দক্ষতার সঙ্গেই আর জি কর কাণ্ডের তদন্ত চলছে।
Advertisement