অর্ণব আইচ: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করল সিবিআই (CBI)। তাতে নাম রয়েছে ওএমআর প্রস্তুতকারক সংস্থার দুই প্রধানের। সূ্ত্রের খবর, প্রায় ৩০ পাতার চার্জশিটে সাক্ষীসংখ্যা প্রায় ৩০।
নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই এসএসসির তিনটি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে ৯ জানুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআই জানিয়েছিল আগামী ১৪ জানুয়ারির মধ্যে তাঁরা প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে নিম্ন আদালতে ওএমআর প্রস্তুতকারক সংস্থার দুই প্রধান কৌশিক মাঝি এবং পার্থ সেনের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে। ১২ তারিখ অতিরিক্ত চার্জশিট পেশ করল সিবিআই।
[আরও পড়ুন: তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে কুবেরের ধন! উদ্ধার নগদ কোটি কোটি টাকা]
প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট কারচুপির অভিযোগ উঠেছিল। তার পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে একাধিক তথ্য পেয়েছিল পুলিশ। বেশ কিছু জাল ওএমআরশিট উদ্ধারও হয়েছিল।