অর্ণব আইচ: জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে বেশ কিছু নতুন তথ্য এসেছে এমনই দাবি আধিকারিকদের। সেই তথ্যগুলি সামনে রেখেই শুক্রবার নিয়োগ দুর্নীতির গ্রুপ ‘সি’ মামলায় সিবিআই পার্থকে জেরা করে। প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই জেরা।
সম্প্রতি আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, গ্রুপ ‘সি’ মামলায় পার্থর বিরুদ্ধে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে। তাই জেলে গিয়ে পার্থকে এই ব্যাপারে জেরা করার প্রয়োজন। সেই কারণেই শুক্রবার দুপুরে সিবিআইয়ের একটি টিম প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থকে জেরা করে।
[আরও পড়ুন: ৩৫০ বছর আগে মহানন্দা নদীতে উদ্ধার চণ্ডীর মূর্তি, মালদহে বিখ্যাত এই প্রাচীন পুজো]
সিবিআইয়ের দাবি, শিক্ষাদপ্তর, এসএসসির কর্তাদের অবসরের বয়স বাড়ানো হয়েছিল। সেই নির্দেশিকা জারি করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে। অবসরের বয়স বাড়ানোর ফলেই পার্থর সহযোগী এসএসসির কর্তারা নিজেদের পদে থাকেন। তাঁরা এভাবে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতিতে সহযোগিতা করেন বলে অভিযোগ। যদিও এদিন জেরার সময় পার্থ বিশেষ সহযোগিতা করেননি বলে সিবিআইয়ের দাবি। প্রয়োজনে ফের তাঁকে জেরা করা হতে পারে বলে জানিয়েছে সিবিআই।