shono
Advertisement

ক্যালকাটা ওয়্যার চিটফান্ডে তল্লাশি, শাহজাহানের খোঁজে সিবিআই

সকাল থেকেই রাজ্য জুড়ে সংস্থার দপ্তরে তল্লাশি সিবিআইয়ের। The post ক্যালকাটা ওয়্যার চিটফান্ডে তল্লাশি, শাহজাহানের খোঁজে সিবিআই appeared first on Sangbad Pratidin.
Posted: 03:24 PM Dec 22, 2017Updated: 09:54 AM Dec 22, 2017

স্টাফ রিপোর্টার: বেআইনি অর্থলগ্নি সংস্থা ওয়্যারের একাধিক অফিসে তল্লাশি শুরু করলেন সিবিআই আধিকারিকরা। তল্লাশি চালানো হচ্ছে ওয়্যারের ডিরেক্টরের আবাসনেও। ইতিমধ্যেই আবাসনের লকার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

Advertisement

[সম্পর্কের টানাপোড়েনেই মৃত্যু সুস্মিতার, পুলিশের নজরে আরও দুই ঘনিষ্ঠ বন্ধু]

সিবিআই সূত্রে খবর, ওয়্যারের মোট ১২টি অফিসকে চিহ্নিত করেছেন সিবিআই আধিকারিকরা। বাজার থেকে কয়েকশো কোটি টাকা তুলেছিল এই বেআইনি অর্থলগ্নি সংস্থা। জানা গিয়েছে, কলকাতার অফিস ছাড়াও ক্যানিং, বারাসত, হাসনাবাদ, মধ্যমগ্রামেও অফিস খুলেছিল এই সংস্থা। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারেও প্রাসাদোপম অফিস খুলেছিল তারা। শুক্রবার সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে সেই সমস্ত অফিসে। খতিয়ে দেখা হচ্ছে কাগজপত্র। রাজ্যে কোথায় কোথায় এই সংস্থা সম্পত্তি কিনেছিল খতিয়ে দেখা হচ্ছে তাও।

[জি ডি বিড়লা কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে আদালতে নির্যাতিতার বাবা]

সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, বাজার থেকে মোট কত টাকা তুলেছে সংস্থা তদন্তের শুরুতে সে সম্বন্ধে নিশ্চিত হতে চাইছেন গোয়েন্দারা। ইতিমধ্যেই শেখ শাজাহান নামে দক্ষিণ ২৪ পরগনায় সংস্থার এক কর্তার নাম জানতে পেরেছেন গোয়েন্দারা। সংস্থার একাধিক নথি থেকে আর্থিক লেনদেনে বড়সড় গরমিল ধরা পড়েছে। শুধু এ রাজ্যে নয়, পড়শি রাজ্য ঝাড়খণ্ডেও সংস্থার বেশ কিছু অফিস রয়েছে বলে জানতে পেরেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মীরা। সিবিআইয়ের একটি টিম ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছে ঝাড়খণ্ডে। সিবিআইয়ের এই অপারেশনে রয়েছে ৬০ জনের দল। সংস্থার তিন মাথার নাম জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তছরুপ টাকার অঙ্ক সহজেই জানা যাবে বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের আধিকারিকরা।

[নজরদারির অভাবে চরিত্র বদল চড়ুইভাতির, দূষণের কবলে পিকনিক স্পটগুলি]

The post ক্যালকাটা ওয়্যার চিটফান্ডে তল্লাশি, শাহজাহানের খোঁজে সিবিআই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement