সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মুখেও সন্দেশখালি (Sandeshkhali) অশান্তি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সক্রিয়তা কম নয়। রবিবার সকাল ইডির উপর হামলার ঘটনায় ধৃত দুজনকে সঙ্গে নিয়ে সোজা সরবেড়িয়ার গেলেন আধিকারিকরা। ৫ জানুয়ারি, শাহজাহান গড়ে ইডির তল্লাশি চলাকালীন ঠিক কী ঘটেছিল, তা জানতেই এদিন সিবিআই (CBI) ঘটনাস্থলে পৌঁছে যায়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। শাহজাহান মার্কেট ঘুরে, অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সেদিনের ঘটনার বিস্তারিত জানতে চাইছেন তদন্তকারী। এদিকে, রবিবারই সন্দেশখালিতে নতুন করে দলীয় কার্যালয় খুলল তৃণমূল (TMC)। বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে কার্যালয়টির নতুন করে উদ্বোধন হল।
সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় দফায় দফায় প্রায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, সিবিআই। তাদের মধ্যে অন্যতম সুকোমল সর্দার ও মেহবুর মোল্লা। এরা দুজনেই শাহজাহান ঘনিষ্ঠ। সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে ন্যাজাট থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে সিবিআই দুজনকে হেফাজতে নেয়। সেদিনের ঘটনা নিয়ে একাধিকবার সুকোমল ও মেহবুরকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। রবিবার এই দুজনকে নিয়েই সরবেড়িয়া গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
রবিবার থাকায় শাহজাহান মার্কেটের বেশ কিছু দোকান বন্ধ ছিল। খোলা দোকানগুলিতে গিয়ে তাঁরা খোঁজখবর নেন। আসলে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শাহজাহান নিজের নামে ফিশ মার্কেট তৈরি করে ফেলেছিলেন। অভিযোগ, সাধারণ মানুষের জমি দখল করে এসব তৈরি হয়েছিল। এনিয়েই সন্দেশখালিতে তীব্র ক্ষোভ। আর এই সংক্রান্ত বিষয় জানতেই এদিন স্থানীয় ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: বড় ভূমিকা ছিল রাফালে চুক্তিতে, এবার বিজেপিতে যোগ প্রাক্তন বায়ুসেনা প্রধানের]
এদিকে, শেখ শাহজাহানের (Shahjahan Sheikh) দুর্গে রবিবার নতুন দলীয় কার্যালয় খুললেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালির রাজ্য রাজনীতিতে আলোচিত নাম শেখ শাহাজান, শেখ আলমগীর, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার-সহ ২২ জন এখনও পর্যন্ত সন্দেশখালি ঘটনায় গ্রেপ্তার হয়েছে। এরা সকলেই তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। তাঁদের গ্রেপ্তারির পরও কিন্তু সন্দেশখালিতে তৃণমূলের সংগঠন যে অটুট তা একবার দেখা গেল সরবেড়িয়া মাছের বাজারের পাশে আকুঞ্জি বিল্ডিংয়ে তৃণমূলের নতুন পার্টি অফিস উদ্বোধন হলো। উদ্বোধন করলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো-সহ তৃণমূল নেতৃত্ব। বসিরহাট তৃণমূলের প্রার্থী শেখ হাজিনুরুল ইসলামের লোকসভা নির্বাচনের এই পার্টি অফিস অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক মহল।