সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার প্রকোপে বাতিল হয়েছে সিবিএসই’র (CBSE) দ্বাদশ শ্রেণির পরীক্ষা। কিন্তু অভ্যন্তরীণ মূল্যায়ন হবেই। স্কুলগুলিকে অনলাইনেই এই প্রক্রিয়া সারতে হবে। সোমবার স্কুলগুলিকে চিঠি দিয়ে এমনটাই জানিয়ে দিল CBSE বোর্ড। পাশাপাশি, অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর জমা করার সময়সীমাও বাড়ানো হল।
করোনার প্রকোপে অভ্যন্তরীণ মূল্যায়ন এখনও শেষ করতে পারেনি অনেক স্কুল। তাদের কথা ভেবেই নম্বর করার সময়সীমা বাড়ানো হল। এতদিন বলা হয়েছিল, জুন মাসের ১১ তারিখের মধ্যে এই নম্বর জমা করতে হবে। এদিন সেই সময়সীমা বাড়িয়ে করা হল ২৮ জুন। তবে অভ্যন্তরীণ মূল্যায়ন সারতে হবে অনলাইনে। এই পরীক্ষা নিয়ে আরও বেশকিছু নিয়ম বেঁধে দিল বোর্ড। কী কী সেই নিয়ম?
[আরও পড়ুন: ‘হার থেকেও শিক্ষা নিতে হবে’, বাংলায় পরাজয়ের পর কর্মীদের বার্তা মোদির]
১. অনলাইনে মূল্যায়ন হলেও প্রতিষ্ঠানের এক্সটার্নাল এগজামিনারকে রাখতে হবে।
২. কিছু ক্ষেত্রে বোর্ডই এক্সটার্নাল এগজামিনারকে বেছে দিচ্ছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলের সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনিই অভ্যন্তরীণ মূল্যায়নের দিনক্ষণ নির্ধারণ করবেন।
৩. সংশ্লিষ্ট স্কুলের শিক্ষককে আগেভাগেই পড়ুয়াদের দিনক্ষণ জানিয়ে দিতে হবে।
৪. অভ্যন্তরীণ মূল্যায়নের সময় পড়ুয়াদের ছবি তুলে রাখতে হবে। স্কুলের শিক্ষক, এক্সটার্নাল এগজামিনারের ছবি রাখতে হবে।
৫. নির্দিষ্ট ওয়েবসাইটে একবার নম্বর আপলোড হয়ে গেলে আর তা বদল করা যাবে না।
৬. এই নম্বর আপলোডের সময়সীমা আর বাড়াবে না বোর্ড।
[আরও পড়ুন: আরও বাড়ল বিনামূল্যে রেশনের মেয়াদ, আরও এক বড় ঘোষণা প্রধানমন্ত্রীর]
উল্লেখ্য, চলতি বছরের মাঝামাঝি থেকে ফের দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। কোভিডের দ্বিতীয় ঢেউ সামাল নিতে কার্যত নাকানিচোবানি খাচ্ছেন সকলে। বৃদ্ধ বা প্রৌঢ়দের তুলনায় এবার বেশিমাত্রায় আক্রান্ত হচ্ছে তরুণ প্রজন্ম। সংক্রমণ রুখতে স্কুল-কলেজে তালা ঝুলছে। পরিস্থিতির কথায় মাথায় রেখে আগেই দশম শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিল করার পথে হেঁটেছিল বোর্ড। সম্প্রতি দ্বাদশ শ্রেণির পরীক্ষাও বাতিল হয়েছে। কীভাবে মূল্যায়ন হবে পড়ুয়াদের, তা নিয়ে এদিন সুস্পষ্ট নির্দেশিকা দিল সংশ্লিষ্ট বোর্ড।