shono
Advertisement

পর্নে আসক্ত পড়ুয়ারা! রুখতে কী ভাবনা সরকারের?

আশঙ্কাতেই এবার বিশেষ ব্যবস্থা নেওয়ার ভাবনা প্রশাসনের। The post পর্নে আসক্ত পড়ুয়ারা! রুখতে কী ভাবনা সরকারের? appeared first on Sangbad Pratidin.
Posted: 02:23 PM Jul 14, 2017Updated: 08:53 AM Jul 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সহজে ইন্টারনেট পরিষেবা পাওয়া আজকের দিনে আর বড় কোনও ব্যাপার নয়। পঠনপাঠনের সুবিধার জন্য বহু স্কুলেই সে ব্যবস্থা আছে। কিন্তু সেই সুবিধা কি অন্যভাবে কাজে লাগাচ্ছে পড়ুয়ারা? আসক্ত হয়ে পড়ছে পর্নোগ্রাফিতে? সেই আশঙ্কাতেই এবার বিশেষ ব্যবস্থা নেওয়ার ভাবনা প্রশাসনের।

Advertisement

‘অমরনাথে হামলার বদলা নিতে হবে ১৫ দিনের মধ্যে’ ]

শুক্রবার প্রশাসন দেশের সর্বোচ্চ আদালতকে জানিয়েছে স্কুলে স্কুলে জ্যামার লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছে সিবিএসই-কে। পুরো বিষয়টি তাদের ভেবে দেখার জন্য আবেদন জানানো হয়েছে। স্কুলে স্কুলে পর্নোগ্রাফিক কনটেন্ট আটকাতেই এহেন পদক্ষেপের পথে কেন্দ্র। চাইল্ড পর্নোগ্রাফি রোখা সংক্রান্ত এক শুনানি চলাকালীনই এই প্রস্তাবের কথা তুলে আনে কেন্দ্র। বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের সামনে কেন্দ্র জানায়, ইতিমধ্যেই প্রায় সাড়ে তিন হাজার ওয়েবসাইটকে ব্লক করা হয়েছে। দেশ জুড়ে চাইল্ড পর্নোগ্রাফির অ্যাকসেস রুখতেই এই প্রয়াস। পাশাপাশি স্কুলগুলিতে, যেখানে অবাধে ইন্টারনেট পরিষেবার সুবিধা আছে, সেখানেও জ্যামার লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সামনে এই প্রস্তাব বিবেচনার জন্য রাখা হয়েছে। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল পিঙ্কি আনন্দ অবশ্য জানিয়েছেন, স্কুল বাসগুলিতে জ্যামার লাগানো সম্ভব নয়। তাই স্কুল ক্যাম্পাসে এই ব্যবস্থা করা যায় কি না তা ভেবে দেখার প্রস্তাব কেন্দ্রের। চাইল্ড পর্নোগ্রাফি রোখার ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে, তার রিপোর্ট দু’দিনের মধ্যে কেন্দ্রকে জানাতেও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

কন্যাশ্রী প্রকল্পের সাফল্য, নাবালিকার বিয়ে রুখলেন বিডিও ]

The post পর্নে আসক্ত পড়ুয়ারা! রুখতে কী ভাবনা সরকারের? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement