shono
Advertisement

Breaking News

ফের দশম শ্রেণির বোর্ড পরীক্ষা চালু করবে সিবিএসই

আগামী ২৫ অক্টোবর এই বিষয় নিয়ে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে৷ The post ফের দশম শ্রেণির বোর্ড পরীক্ষা চালু করবে সিবিএসই appeared first on Sangbad Pratidin.
Posted: 01:39 AM Oct 22, 2016Updated: 08:09 PM Oct 21, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১০ সাল থেকেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দশম শ্রেণি বোর্ড পরীক্ষা তুলে দেয়৷ কারণ স্বরূপ জানানো হয়েছিল পড়ুয়াদের উপর বাড়তি চাপ সৃষ্টি না করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড৷ কিন্তু ফের ৬ বছর পর বোর্ড পরীক্ষা ফিরিয়ে আনার চিন্তাভাবনা শুরু করল সিবিএসই৷

Advertisement

আপাতত এই নিয়ে কোন ঘোষণা বোর্ডের পক্ষ থেকে করা হয়নি৷ কিন্তু সূত্রের খবর, আগামী ২৫ অক্টোবর এই বিষয় নিয়ে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে৷ সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন (সিএবিই)-র তত্ত্বাবধানে একটি আলোচনার মাধ্যমে এই প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে৷ এদিন আলোচনার সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভেদকর৷

কিন্তু ৬ বছর পর ফের কেন নিজেদের সিদ্ধান্তকেই পুনর্বিবেচনা করার পরিস্থিতি তৈরি হল সিবিএসই’র?

বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে কোন মন্তব্য না করা হলেও অনেকেই মনে করছেন দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা উঠিয়ে দেওয়ার ফলে শিক্ষার মানে তার সরাসরি প্রভাব পড়ছে৷ একইভাবে বিনা অনুশীলনে সরাসরি দ্বাদশ শ্রেণির গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতেও খানিক ইতস্তত বোধ করছেন পড়ুয়ারা৷ তাই এই পরীক্ষা ফিরিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে৷ যদিও সিদ্ধান্ত হলে তা কবে থেকে কার্যকর হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷

এছাড়াও পাস ফেল তুলে দেওয়া নিয়েও আলোচনা হবে ২৫ অক্টোবর৷ কিন্তু সিবিএসই আগাম জানিয়েছে, কেবল পঞ্চম শ্রেণি পর্যন্ত পরীক্ষার নম্বরের নিরিখে ফেল করানো হবে না পড়ুয়াদের৷ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা একবার পাস নম্বর তুলতে না পারলে আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তারা, কিন্তু নবম দশম ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নম্বরের নিরিখেই পাস করানো হবে৷ যদিও এই প্রসঙ্গেও কোনও স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হয়নি৷

The post ফের দশম শ্রেণির বোর্ড পরীক্ষা চালু করবে সিবিএসই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement