সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee) প্রয়াণের মধ্যে দিয়েই যেন অবসান ঘটল বাংলা সংগীত জগতের এক স্বর্ণযুগের। শিল্পীর প্রয়াণে শোকাহত অনুরাগীরা। গীতশ্রীর প্রয়াণের খবর শুনে স্মৃতিচারণায় ভেসে গেলেন বাংলার শিল্পীরা।
মাধবী মুখোপাধ্যায়-
রোজই তাঁর শরীরের খবর নিতাম। গতকালই একমাত্র খোঁজ নিতে পারিনি। আর আজকে তাঁর প্রয়াণের খবর। কী বলব জানি না। অনেক কিছু মনে পড়ছে। ওঁর প্রয়াণে বাংলা সংগীত জগতের স্বর্ণযুগের শেষ। এই শূন্যতা কোনও দিন পূরণ হবে না।
রাঘব চট্টোপাধ্যায়-
অভিভাবক হারালাম। অনেক কথা মনে পড়ছে। আমার ফোনে এখনও তাঁর ভয়েস রেকর্ডিং রয়েছে। গান নিয়ে প্রচুর কথা হত। আমি মন দিয়ে শুনতাম। অনেক আলোচনা করতাম। আমাকে অনেক সময়ই গাইড করেছেন তিনি। ওঁর প্রত্যেকটা অনুষ্ঠানে আমি যেতাম। মন ভরে গান শুনতাম। আমাকে খুবই ভালবাসতেন তিনি। আমার ফোনে থাকা তাঁর কণ্ঠ রয়ে গেল। অমূল্য সম্পদ।
[আরও পড়ুন: সুরের মৃত্যু হয় না, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের ‘ইন্দ্রধনু’ চিরকাল থেকে যাবে বাঙালির সঙ্গে]
সৈকত মিত্র-
সংগীতজগত আজ শূন্য হয়ে গেল। সন্ধ্যা মুখোপাধ্যায় তো আর শুধুই বাংলার সম্পদ নয়, গোটা বিশ্বের। আমরা অভিভাবকহীন হয়ে গেলাম। ছোটবেলা থেকে যেমন দেখেছি, শেষদিন তেমনই ছিলেন সন্ধ্যা পিসি। খুবই খারাপ লাগছে।
হৈমন্তী শুক্লা-
শিল্পীদের কাছে তিনি তো অভিভাবকসম। সাক্ষাৎ সরস্বতী। এই শূন্যতা পূরণ হবে না। ওঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের প্রয়াণ হয় না। সারা জীবন বেঁচে থাকেন।
আরতি মুখোপাধ্যায়
কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। কেমন আছিস, গানবাজনা কেমন চলছে, এসব খোঁজ নেওয়ার মানুষটি হারিয়ে গেল। আর কথা হবে না, এটা ভাবতেই সবচেয়ে বেশি খারাপ লাগছে।
অভিজিৎ ভট্টাচার্য-
আমাদের দেশে যাঁরা সরস্বতী ছিলেন, তাঁরা একে একে চলে গেলেন। প্রথমে লতা মঙ্গেশকর। আর এবার সন্ধ্যা মুখোপাধ্যায়। আমরা বিশ্বরত্ন হারালাম। তবে লতাজি, সন্ধ্যাজির মতো কিংবদন্তি শিল্পীদের মৃত্যু হয় না। চিরকাল এরা অমর হয়ে থাকেন। আমার এখনও মনে আছে, আমাকে একবার তিনি বলেছিলেন, তুমি খুব মিষ্টি গাও।
কুমার শানু-
খবরটা পেয়েই মন খারাপ হয়ে গেল। সংগীত জগত তাঁর রত্ন হারাল। আমরা শিল্পীরা অভিভাবকহীন হয়ে পড়লাম।
টুইট করে শোকপ্রকাশ করলেন, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি লিখলেন, ”নক্ষত্র পতন, ছন্দপতন…গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সকল কাছের মানুষের জন্য আমার আন্তরিক সমবেদনা রইলো।”