অর্ণব আইচ: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। আলিপুর আদালত চত্বরে দাঁড়িয়ে ফের বিস্ফোরক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। বিচারকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বলেই দাবি তাঁর।
আলিপুর আদালত চত্বরে দাঁড়িয়ে কুন্তল বলেন, “আগে যে বক্তব্য রেখেছিলাম, সেটাই লিখিত আকারে মহামান্য বিচারককে জানিয়েছি।” কার নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে কুন্তলকে, সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দেন কুন্তল। তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য আমায় চাপ দেওয়া হচ্ছে। আদালতকে চিঠি দিয়ে সবটা জানিয়েছি।”
[আরও পড়ুন: খলিস্তানি তাণ্ডবের পর এবার হিন্দু মন্দির ভাংচুর কানাডায়, লেখা হল ভারত বিরোধী স্লোগান]
তবে এই প্রথমবার নয়। এর আগে কুন্তল দাবি করেছিলেন, তাঁকে প্রভাবশালীদের নাম বলার জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা। তবে সেই সময় কোনও প্রভাবশালীর নাম বলেননি কুন্তল। বৃহস্পতিবার অবশ্য সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম নিলেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা। এদিকে, আদালতে ঢোকার সময় এদিন আরও একবার মুখ খোলেন তাপস মণ্ডল। তাঁকে প্রশ্ন করা হয় কোনও প্রভাবশালীর নাম বলবেন কিনা। উত্তরে কুন্তল ঘোষের নাম বলেন। কুন্তলই যা বলার বলবেন বলেই দাবি তাঁর।
দেখুন ভিডিও: