shono
Advertisement

আসন্ন লোকসভা নির্বাচন, রাজ্যের গ্রামোন্নয়নে প্রায় হাজার কোটি টাকা পাঠাল কেন্দ্র

এ নিয়ে দিল্লি থেকে মোট ১৬৪৭ কোটি টাকা পেল বাংলা।
Posted: 06:28 PM Aug 24, 2023Updated: 06:33 PM Aug 24, 2023

নব্যেন্দু হাজরা: কেন্দ্রের তরফে আরও একদফা টাকা পেল বাংলা (West Bengal)। বকেয়ার ৯৯৬ কোটি টাকা পাঠানো হয়েছে বলে খবর। এর আগে ৬৫১ কোটি টাকা এসেছিল রাজ্যের তহবিলে। সবমিলিয়ে কয়েকদিনের মধ্যে দিল্লি (Delhi)থেকে রাজ্যের ভাঁড়ারে এল ১৬০০ কোটি টাকার বেশি। এই টাকা গ্রামাঞ্চলের উন্নতিতে দেওয়া হয়েছে বলে খবর দিল্লি সূত্রে। পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) পরবর্তী সময়ে এই টাকা হাতে আসায় গ্রামীণ এলাকার কাজকর্ম ভালভাবে করা যাবে, মত সংশ্লিষ্ট মহলের।

Advertisement

আর্থিক দিক থেকে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, এই অভিযোগে বরাবর সরব হতে দেখা গিয়েছে শাসকদল তৃণমূলকে (TMC)। প্রাপ্য বকেয়া ঠিকমতো দিচ্ছে না দিল্লি, আর সেই কারণেই এ রাজ্যের একাধিক উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। বারবার এমনই অভিযোগ শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। এ নিয়ে একাধিক আন্দোলনও করেছেন শাসকদলের নেতানেত্রীরা। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে স্বয়ং মুখ্যমন্ত্রীই কলকাতায় ধরনায় বসেছিলেন। সবরকমভাবে কেন্দ্রের উপর চাপ দেওয়া হয়েছে। কেন্দ্রের পালটা যুক্তি ছিল, রাজ্য বিভিন্ন প্রকল্প সংক্রান্ত তথ্য ঠিকমতো দিচ্ছে না। তাই টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।

[আরও পডু়ন: হলিউড ছবির থেকেও সস্তায় চন্দ্রযান অভিযানে নজির ভারতের, বাহবা এলন মাস্কের]

তবে এবার ধীরে ধীরে সেই প্রাপ্য হাতে পেল রাজ্য। দু’দফায় মোট ১৬৪৭ কোটি টাকা পৌঁছল নবান্নে। পঞ্চায়েত ভোটে রাজ্যের শাসকদলের বিপুল সাফল্য এসেছে। আর তারপরই দিল্লি থেকে পাঠানো এই অর্থ নতুন পঞ্চায়েত বোর্ডের কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। এছাড়া সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ওয়াকিবহাল মহলের আরেকাংশের মত, নির্বাচনের আগে রাজ্য সরকার যাতে বঞ্চনা নিয়ে বেশি অভিযোগ করতে না পারে, সেই কারণে তড়িঘড়ি দফায় দফায় টাকা পাঠানো হচ্ছে।

[আরও পডু়ন: ‘চাঁদের মাটিতে পথচলা শুরু ভারতের’, প্রজ্ঞান হাঁটা শুরু করতেই জানাল ইসরো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement