সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে৷ মন্ত্রীর গালে সজোরে চড় কষাল এক যুবক৷ ঘটনার পর অভিযুক্তকে ধরে ফেলেন মন্ত্রীর অনুগামীরাই৷ রীতিমতো মারধর করা হয় তাকে৷ ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ কিন্তু কেন কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলা হল? তা এখনও স্পষ্ট নয়৷ এদিকে আবার শোনা যাচ্ছে, হামলাকারী নাকি মন্ত্রীর দলেরই কর্মী! ঘটনার তদন্তের দাবি তুলেছেন মন্ত্রী৷
[ বুলন্দশহর কাণ্ডে মধ্যরাতে গ্রেপ্তার অভিযুক্ত সেনা জওয়ান]
এনডিএ-র অন্যতম শরিক রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া৷ মোদি সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রকের প্রতিমন্ত্রী দলের সুপ্রিমো রামদাস আতাওয়ালে৷ শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে মহারাষ্ট্রের আম্বেরনাথ শহরে গিয়েছিলেন তিনি৷ অনুষ্ঠান মঞ্চে ভাষণও দেন রামদাস৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনুষ্ঠান শেষে যখন মঞ্চ থেকে নামছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, তখন ভিড় ঠেলে এগিয়ে আসে এক যুবক৷ কিছু বোঝার ওঠার আগেই মন্ত্রীর গালে সপাটে চড় মারে সে৷ ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান সকলেই৷ শেষপর্যন্ত রামদাসের দলের কর্মীরাই অভিযুক্তকে ধরে ফেলেন৷ শুরু হয় মারধর৷ পরে ওই যুবককে উদ্ধার করে নিয়ে চলে যান কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তারক্ষী ও পুলিশকর্মীরা৷ তড়িঘড়ি অনুষ্ঠানস্থল ছাড়েন মন্ত্রীও৷
এই ঘটনার জন্য ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থাকেই দায়ী করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে৷ মন্ত্রীর বক্তব্য, তিনি অত্যন্ত জনপ্রিয় নেতা৷ তাই আক্রোশের বসেই হয়তো এই ঘটনাটি ঘটিয়েছে ওই যুবক৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তদন্তের দাবি জানাবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷
দেখুন ভিডিও:
[আম্বানিকন্যা ঈশার প্রাক-বিয়ের আসরে হিলারি ক্লিন্টন, দেখুন ছবি]
The post মঞ্চ থেকে নামতেই কেন্দ্রীয় মন্ত্রীকে সপাটে চড়! দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.