shono
Advertisement

আর্থিক কারচুপিতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইন আনছে কেন্দ্র

বিজয় মাল্যের মতো আর পালানো যাবে না The post আর্থিক কারচুপিতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইন আনছে কেন্দ্র appeared first on Sangbad Pratidin.
Posted: 07:45 PM May 18, 2017Updated: 02:48 PM May 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে প্রায় ৯ হাজার কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা চলছে৷ অথচ আইনের ফাঁক গলে এখন দিব্যি লন্ডনে বসে আছেন লিকার ব্যারন বিজয় মালিয়া৷ তাঁকে দেশে ফিরিয়ে আনতে নাজেহাল প্রশাসন৷ ভবিষ্যতে যাতে আর কেউ আর্থিক কারচুপি করে দেশ ছেড়ে পালাতে না পারে, সে কারণে এবার কড়া আইন আনতে চলেছে কেন্দ্র৷ বৃহস্পতিবারই সামনে আনা হল ফিজিটিভ ইকোনমিক অপেনডার্স বিল ২০১৭৷ আগামী ৩ জুনের মধ্যে এই বিল নিয়ে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট সবপক্ষ নিজেদের মতামত জানাতে পারবেন৷

Advertisement

[  মালেগাঁও পুরভোটে রেকর্ড সংখ্যক মুসলিম প্রার্থী দিল বিজেপি ]

 

বিমান সংস্থা কিংফিশার এয়ারলাইন্সের আর্থিক ক্ষতি দেখিয়ে বিভিন্ন ব্যাঙ্ক থেকে দফায় দফায় ঋণ নেওয়ার অভিযোগ উঠেছে বিজয় মালিয়ার বিরুদ্ধে৷ তাঁর বিরুদ্ধে প্রায় ৯ হাজার কোটি টাকা ঋণখেলাপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ স্টেট ব্যাঙ্ক সহ দেশের ১৭টি ব্যাঙ্ক৷ কিন্তু আইনের ফাঁক গলে গত বছরে মার্চে লন্ডনে চলে যান মালিয়া৷ সেই থেকে লন্ডনেই রয়েছেন তিনি৷ এই ঘটনার পরই নড়েচড়ে বসে কেন্দ্র৷ চলতি বছরের বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, আদালত বা সংশ্লিষ্ট আইনি সংস্থার কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত আর্থিক কারচুপিতে অভিযুক্তের সম্পত্তি যাতে বাজেয়াপ্ত করা যায়, তা নিশ্চিত করতে আইন সংশোধন করা হবে বা প্রয়োজনে নতুন আইন আনার কথাও ভাবছে কেন্দ্র৷

অবশেষে বৃহস্পতিবার এই সংক্রান্ত নতুন বিলের খসড়া প্রকাশ করল কেন্দ্র৷ নতুন এই বিলের নাম দেওয়া হয়েছে ফিজিটিভ ইকোনমিক অপেনডার্স বিল ২০১৭৷ এই বিলে বলা হয়েছে, আর্থিক কারচুপির অভিযোগ দায়ের হওয়ার পর, কোনও ব্যক্তি যদি দেশ ছেড়ে পালিয়ে যান বা পালানোর চেষ্টা করেন, এমনকী, দেশে ফিরতে না চান, তাহলে ওই ব্যক্তিকে পলাতক বলে ঘোষণা করতে পারবে আদালত৷ আর সেক্ষেত্রে প্রস্তাবিত আইনের সাহায্যে সংশ্লিষ্ট ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করবে সরকার৷

[ মন্দিরের ভিতরে ঢুকে পড়ল ১২ ফুট লম্বা কুমির, তারপর? ]

 

 

The post আর্থিক কারচুপিতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইন আনছে কেন্দ্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার