shono
Advertisement

অনলাইনে কেনাকাটায় বিপুল ছাড়, নজরদারি চালানোর সিদ্ধান্ত কেন্দ্রর

তাহলে কি অনলাইনে কেনাকাটাতেও খরচ বাড়বে? The post অনলাইনে কেনাকাটায় বিপুল ছাড়, নজরদারি চালানোর সিদ্ধান্ত কেন্দ্রর appeared first on Sangbad Pratidin.
Posted: 08:54 PM Jul 31, 2018Updated: 09:51 PM Jul 31, 2018

স্টাফ রিপোর্টার: মুঠো ফোনে সামান্য খুটখাট, কিংবা মাউসের কয়েকটা ক্লিক। ঘরের দরজায়  চলে আসে পছন্দে জিনিস। মোবাইল ফোন থেকে ফ্যামিলি সাইজ পিজ্জা৷ মুদির দোকানে সামগ্রী, ওষুধ, এমনকী আনাজ-পাতিও৷ বাদ নেই কিছুই৷

Advertisement

[বর্ষার মরশুমে গ্রাহকদের জন্য কল্পতরু রিলায়েন্স জিও, কী অফার দিচ্ছে সংস্থা?]

দেশের থেকে কিছুটা দেরিতে হলেও, গত কয়েক বছরে অনলাইনে কেনাকাটায় অভ্যস্থ হয়ে গিয়েছে বাঙালিও৷ বাজার বা দোকানে যাওয়ার প্রয়োজন নেই৷ বরং বাড়িতে সামগ্রী পৌঁছে দিতে যায় অনলাইন শপিং সংস্থার ডেলিভারি বয়৷ সেই সুবিধা তো আছেই৷ অনলাইন শপিংয়ের বাড়তি আকর্ষণ কম দাম৷ যাই কিনুন না কেন, ম্যাক্সিমাম রিটেল প্রাইস বা এমআরপি-র থেকে অনেক কম দামে কেনাকাটা করা যায় আমাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিলের মতো ই’কম পোর্টালগুলিতে। কিন্তু, সেই সুখের দিন আর থাকছে না৷ অনলাইন শপিংয়ে বিপুল ছাড়ের উপর নজরদারি সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷

খবরের কাগজে পাতা জোড়া বিজ্ঞাপন৷ দিনভর মেসেজ আসছে মোবাইলে৷ অনলাইনে কেনাকাটায় পঞ্চাশ, ষাট, এমনকী, সত্তর শতাংশ ছাড়৷ লোভের পড়ে ফ্লিপকার্ট, আমাজনের মতো ই’কম পোর্টাল থেকে একগাদা জিনিস কিনে ফেলছেন ক্রেতারা৷ এদিকে পাড়ার মোড়ের দোকানে মাছি তাড়াছেন বিক্রেতা৷ কিন্তু, এত কম দামে কীভাবে চলছে বিকিকিনি? নজরদারি চালাবে কেন্দ্রীয় সরকার৷ তালিকায় শীর্ষে সুইগি, জোম্যাটো, ফুডপান্ডার মতো অনলাইন সংস্থাগুলি৷ সোজা কথায়, খাবার বিক্রির ই’কম পোর্টালগুলি৷ রেস্তরাঁ থেকে খাবার পৌঁছে যাচ্ছে ক্রেতাদের বাড়িতে৷ অথচ লভ্যাংশ বাদ রেখেও দাম অনেকটাই কম! সন্দেহের চোখে দেখছে কেন্দ্রীয় সরকার৷ অনলাইন সংস্থাগুলির অবশ্য দাবি, ক্রেতাদের হাতে পৌঁছনোর আগে বারবারই হাতবদল হয়ে সামগ্রীগুলির৷ কিন্তু, প্রতিক্ষেত্রে লভ্যাংশ দামের সঙ্গে যুক্ত করা হয় না৷ স্বাভাবিক নিয়মে অনেক দামে দিতে হয় ক্রেতাদের৷ অর্থনীতির সাধারণ তত্ত্বেও তেমনটাই হওয়ার কথা৷ কিন্তু, এই কম লাভ ও বেশি ছাড়ের জটিল অঙ্কটাই খতিয়ে দেখতে চাইছে কেন্দ্র৷ নিয়ম মেনে যদি ছাড় দেওয়া, তাহলে অবশ্য চিন্তার কিছু নেই বলে আশ্বাস দিয়েছে৷ এখন প্রশ্ন একটাই, তাহলে কী অনলাইনেও বিভিন্ন সামগ্রীর দাম বাড়তে চলেছে?

[ ফেসবুকের শেয়ারে ধস, একদিনেই রেকর্ড লোকসান জুকারবার্গের]

The post অনলাইনে কেনাকাটায় বিপুল ছাড়, নজরদারি চালানোর সিদ্ধান্ত কেন্দ্রর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement