সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরের মরশুমে আইএসএল খেলা একপ্রকার নিশ্চিত। আর সেই কারণে এ বছর থেকেই ঢেলে সাজতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। বিশ্বকাপার জনি অ্যাকোস্টাকে সই করিয়ে প্রথম চমকটা দিয়েছিল লাল-হলুদ ক্লাব। তারপরই স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেনেনডেজ গার্সিয়ার সঙ্গে পাকা কথা হয়ে যায়। এবার ফের চমক। কারণ এবার ইস্টবেঙ্গলে সই করছেন নাইজেরীয় তারকা স্ট্রাইকার মহম্মদ গাম্বো। ৩০ বছরের স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা সব পাকা হয়ে গিয়েছে। এখন শুধু সইয়ের অপেক্ষা।
[ডার্বির আগেই নামী বিদেশি কোচ ইস্টবেঙ্গলে! জোর জল্পনা ময়দানে]
প্রায় ছ’ফুট দুই ইঞ্চির স্ট্রাইকার ১২ বছর খেলেছেন তাঁরই দেশের ক্লাব কান পিনার্সে। চলতি মরশুমে ৭টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১টি। কান পিনার্সের হয়ে মোট ২০০টি ম্যাচে গাম্বোর নামের পাশে রয়েছে ৭০টি গোল। জাতীয় দলের জার্সি গায়েও ৭ ম্যাচে করেছেন ১ গোল। ২০১৩ সালে নাইজেরিয়ার হয়ে কনফেড কাপে খেলেছেন গাম্বো। স্পেনের বিরুদ্ধে ৭০ মিনিটে পরিবর্ত হিসাবে মাঠে নেমেছিলেন। স্ট্রাইকার হলেও লেফট উইংয়েও খেলতে পারেন এই নাইজেরিয়ান। চলতি কলকাতা লিগের ডার্বির আগেই তাঁকে আনার চেষ্টা চালাচ্ছে ক্লাব।
[কেরলে বন্যা দুর্গতদের সাহায্যার্থে ক্রীড়ামহল, পাশে থাকার বার্তা মেসিদের]
ইস্টবেঙ্গলের ৭০ ভাগ শেয়ার হোল্ডার কোয়েস। তাই কর্তারা চাইছেন ক্লাবের সঙ্গে বড় প্রোফাইলের কিছু নাম যোগ করতে। অ্যাকোস্টাকে সই করিয়ে দলের রক্ষণ ভাগ ইতিমধ্যেই পক্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল। এবার স্প্যানিশ কোচকে জুড়ে দেওয়ার কাজও প্রায় শেষ। সব ঠিকঠাক থাকলে ডার্বির আগেই চলে আসবেন নতুন কোচ। যাঁর হাতে সিনিয়র দলের পাশাপাশি পুরো কোচিং সিষ্টেমটা থাকবে। সেক্ষেত্রে দলে টিডি সুভাষ ভৌমিকের ভবিষ্যৎ নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। শোনা যাচ্ছে, কোচ যা চাইবেন, তেমনটাই হবে। ডিফেন্ডার এবং কোচের পর এবার তারকা স্ট্রাইকারকে এনে যেন দল গঠনের ষোলো কলা পূর্ণ করে ফেলল ইস্টবেঙ্গলের নয়া শেয়ার হোল্ডার।
The post ফের চমক, এবার নাইজেরিয়ার তারকা স্ট্রাইকারকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল appeared first on Sangbad Pratidin.