মোহনবাগান: ৫ (ডিকা-হ্যাটট্রিক, পিন্টু, কিম কিমা)
এফসিআই: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। কিন্তু বুধ বিকেলে এফসিআইয়ের বিরুদ্ধে মোহনবাগান যেভাবে শুরু করল, তাতে শেষটা যে এমন নাটকীয় হবে, ভাবা যায়নি। প্রথমার্ধের খেলা দেখে মনে হচ্ছিল, পচা শামূকে পা কাটবে না তো? আবার ডার্বির পরের ম্যাচে আটকে যাওয়ার সেই মিথ মিলে যাবে না তো? কিন্তু না, ডিকার হ্যাটট্রিকই পালটে দিল গ্যালারির সেই গুমোট পরিবেশ। আর সেই সঙ্গে লক্ষ্যপূরণ হল কোচ শংকরলাল চক্রবর্তীর।
[জল্পনার অবসান, নতুন বিনিয়োগকারীর নাম ঘোষণা করল মোহনবাগান]
কলকাতা লিগের অন্যতম দুর্বল দল এফসিআই। না রয়েছেন কোনও বিদেশি, আর না পাওয়া যাচ্ছে দীপক মণ্ডলের মতো ডিফেন্ডারকে। ৭ ম্যাচ (এই ম্যাচের আগে) খেলে পয়েন্ট ছিল মাত্র তিন। কোচ বিকাশ পাঁজির গলাতেও বারবার শোনা গিয়েছে আক্ষেপের সুর। মেনে নিয়েছেন, এই দলের উচিত প্রিমিয়ারের বি গ্রুপে খেলা। সেই দলের বিরুদ্ধে শুরুটা মোটেই ভাল হয়নি লিগ শীর্ষে থাকা দলের। কিন্তু ওই যে বলে, সব ভাল যার শেষ ভাল। এদিন ঠিক তেমনটাই হল। প্রথমার্ধের নির্ধারিত সময় পর্যন্ত এফসিআই রক্ষণ ভাঙতে পারেননি ডিকা-হেনরিরা। ইনজুরি টাইমে একটি গোল করে এরপর দলকে এগিয়ে দেন ডিকা। বিরতিতে ড্রেসিংরুমে কোচের টোটকাই দ্বিতীয়ার্ধের ছবিটা বদলে দেয়। বাগান ফুটবলারদের সেই গা ছাড়া ভাব উধাও। মুহুর্মুহু আক্রমণে বিপক্ষের রক্ষণকে তছনছ করে পাঁচ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল গঙ্গাপারের ক্লাব। গোদের উপর বিষফোড়ার মতো আবার লালকার্ড দেখেন অধিনায়ক লক্ষ্মীকান্ত দে।
[গুরুর সঙ্গে দেখা করতে দেওয়া হল না পিন্টুকে]
ডার্বিতে গোল অধরাই থেকে গিয়েছিল ডিকার। এদিন হ্যাটট্রিক করে সবটা উশুল করে নিলেন। এদিকে ফের জ্বলে উঠলেন বড় ম্যাচের নায়ক পিন্টু মাহাতো। ডার্বিতে গোল করে যাতে আত্মতুষ্টিতে না ভোগেন, তার জন্য তরুণ তুর্কিকে দুদিন আড়ালেই রেখেছিলেন ক্লাব কর্তারা। এদিন ফের ঝুলি থেকে বেরিয়েই ছোবল বসালেন পিন্টু। আর এফসিআইয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন কিম কিমা। ডার্বির পর বাগান কোচ শংকরলালের লক্ষ্য দুটি। প্রতিটা ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়া এবং অবশ্যই গোল হজম না করে বড় ব্যবধানে জেতা। এদিন সেই লক্ষ্যে লেটার মার্কস নিয়েই পাশ করল সবুজ-মেরুন ব্রিগেড। নয় ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহনবাগান। একদিকে ক্লাবে বিনিয়োগকারীর নাম ঘোষণা আর অন্যদিকে দলের বড় মাপের জয়। সবমিলিয়ে বুধবার উৎসবের মেজাজে সবুজ-মেরুন সমর্থকরা।
The post ডিকার হ্যাটট্রিকে ধরাশায়ী এফসিআই, লিগ শীর্ষেই মোহনবাগান appeared first on Sangbad Pratidin.