shono
Advertisement

উৎসবের মেজাজে মিনি ডার্বির প্রস্তুতি বাগানে, দলকে তিন ‘গুরুমন্ত্র’শংকরলালের

শেষটা ভাল করতে চান সবুজ মেরুন কোচ। The post উৎসবের মেজাজে মিনি ডার্বির প্রস্তুতি বাগানে, দলকে তিন ‘গুরুমন্ত্র’ শংকরলালের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:16 AM Sep 18, 2018Updated: 11:16 AM Sep 18, 2018

স্টাফ রিপোর্টার: হাতি-ঘোড়া-পালকি। জয় শংকরলাল কী! বিশ্বকর্মা পুজোর দিন সকালে মোহনবাগান প্র‌্যাকটিসে এভাবেই উঠল জন্মাষ্টমীর স্লোগান। শুধু জন্মাষ্টমী বললে ভুল হবে। সোমবার বাগানে যেন কার্নিভাল মুড। ক’দিন পরেই দুর্গাপুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বিশ্বকর্মা পুজো থেকে যার বোধন শুরু করে বাঙালি। মোহনবাগানিদের কাছে অবশ্য পুজো শুরু হয়ে গিয়েছে দিন ছয়েক আগেই। কাস্টমসকে হারিয়ে আট বছর বাদে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর শুরু সেই সেলিব্রেশন। সোমবার সকালে লিগের শেষ ম্যাচের আগের প্র‌্যাকটিসে ড্রাম নিয়ে এসেছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। সঙ্গে চলল বিশ্বকর্মা পুজোর সেলিব্রেশনও। প্র‌্যাকটিসের পর মাঠ থেকেই রীতিমতো লাটাই-মাঞ্জা সুতো সমেত ঘুড়ি ওড়ালেন কিংসলে, হেনরি-রা। দেখে এতটাই মজা পেলেন ডিকা যে ছোঁ মেরে হেনরির হাত থেকে লাটাই ছিনিয়ে দে ছুট মাঠের অন্য দিকে। আর মোহনবাগান গ্যালারি!

Advertisement

[মিনি ডার্বির আগেও মোহনবাগানে সেলিব্রেশন, পার্টি-মুডে ডিকা-ইউটারা]

ড্রামের তালে তালে একের পর এক স্লোগান। বুধবার যুবভারতীতে কীভাবে চলবে ঘরোয়া লিগ জয়ের সেলিব্রেশন, সেসবের ব্লুপ্রিন্ট ছকে রাখল সবুজ-মেরুন জেন এক্স। আবির, স্মোক বম্ব কেনার দায়িত্ব ভাগাভাগি হল নিজেদের মধ্যে। সঙ্গে কোচ-ফুটবলারদের সঙ্গে সেলফি-গ্রুপফি তো আছেই। দেখে কে বলবে রাত পোহালেই নামতে হবে তৃতীয় প্রধানের বিরুদ্ধে! এক কথায় কলকাতা লিগের শেষ ম্যাচে মহামেডানের বিরুদ্ধে নামার আগে মোহনবাগানে উৎসবের ছবি।
সদস্য-সমর্থকরা উৎসবে মাতলেও বাগান ড্রেসিংরুম মহামেডান ম্যাচের আগে যথেষ্ট ফোকাসড। সোমবারের প্র‌্যাকটিসে ফুটবলারদের তিনটি গুরুমন্ত্র দিয়ে রেখেছেন কোচ শংকরলাল চক্রবর্তী।
১) নিজের জন্য ভাল খেলো।
২) দলের সম্মান বজায় রাখো।
৩) জয়ের অভ্যাস ধরে রাখো।
মিনি ডার্বির আগের দিন হালকা প্র‌্যাকটিস। ঘড়ি ধরে ঠিক একঘণ্টা। তারপর টিম মিটিং। সেখান থেকে বেরিয়ে শংকরলাল বললেন, “সবাই লিগ জেতার জন্য এতদিন অপেক্ষা করেছেন। আনন্দ তো করবেনই। কিন্তু আমার ছেলেরা ফোকাসড। সম্মানের সঙ্গে এই ম্যাচটা উতরোতে চাই। পুজোর মরশুম শুরু হচ্ছে। ভাল লাগছে সমর্থকরা পুজোটা উপভোগ করতে পারবেন।”

[সুখদেব সিং ইস্যুতে ফেডারেশনকে চিঠি দিল ইস্টবেঙ্গল]

সোমবার প্র‌্যাকটিসে কুঁচকির চোটে আবার ব্যথা অনুভব করেন হেনরি। তাই তাঁকে মিনি ডার্বিতে খেলানোর ঝুঁকি নিচ্ছেন না শংকরলাল। শনিবার মাথায় চোট পাওয়া শিল্টন সুস্থ হয়ে উঠলেও দুর্বল। তাই তাঁকেও প্রাথমিক দলে রাখা হচ্ছে না। সুযোগ না পাওয়া দু’জন আপাম ও রিকার্ডো কার্ডোজো স্কোয়াডে। এঁদের মধ্যে রিকার্ডো খেলবেন প্রথম থেকেই। তৃতীয় প্রধানকে নিয়ে শংকরলালের হোমওয়ার্ক শেষ। বলছিলেন, “ওরা আনপ্রেডিক্টেবল। আদজাও ভাল। তাই সবাইকে সতর্ক থাকতে বলেছি।” প্রিয় দল সতর্ক থাকুক। তাতে আটকাবে না সমর্থকদের উৎসব। মঙ্গলবার যুবভারতীতে ফুটবল উৎসবে মাতবেন মোহনবাগানিরা।

The post উৎসবের মেজাজে মিনি ডার্বির প্রস্তুতি বাগানে, দলকে তিন ‘গুরুমন্ত্র’ শংকরলালের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement